Nojoto: Largest Storytelling Platform

বন্দী —— ছবির ভেতর দাঁড়িয়ে একটি মানুষ! চকচকে ফ্রে


বন্দী
——
ছবির ভেতর দাঁড়িয়ে একটি মানুষ!
চকচকে ফ্রেমে বাঁধিয়ে সুন্দর দেওয়ালে টাঙানো,
কুৎসিত জলজ্যান্ত পুড়ে যাওয়া চামড়ার দুর্গন্ধময়
আস্ত একটি মানুষ!
কিচ্ছু এসে যায়না তার মনুষ্যত্বের মুন্সীয়ানায়,
এসে যায়না তার বাদামী রক্তের রংপেন্সিলে।
শুধু সে ছবির ভেতরের চাপচাপ মাংসের দলাপাকানো
নিরাপদ একটি মানুষ!
সে আধুনিক স্বার্থযন্ত্রে শিক্ষিত, যুক্তির জালে জর্জরিত
কারণের ট্র্যাপিজে নিয়ম চটকানো ভাবলেশহীন,
ছবির ভেতরের নির্বোধ একটি মানুষ। 

যা কিছু হোকনা কিছুতেই তবু কিছুতেই 
ছবির বাইরে নয়। 
প্রাণটুকু নিয়ে জীবনযাপন আমি আর আমি
আমরা কখনো হয়?
সাদাকালো হোক ম্যারম্যারে হোক, 
সাদামাটা আমি ভালো। দরকার কিবা রঙীন হবার
নিয়মের ভিড়ে উল্টো চলার, ছবির বাইরে কেন দেব 
আমি আমূল বিসর্জন! 
আমার স্বপ্ন আমার আশা- পিএফের সুদে
প্রেম ভালোবাসা, দশটা- পাঁচটা ঘানি টেনে এসে,
নিজের ঘরেই বিছানা ঘেঁসে, থাকব জীবনভর। 
দেশ ও দশের লড়াই করতে, মানুষের মত একসাথে হয়ে,
সুখটুকু নিয়ে বন্ধক রেখে,
হোকনা ‘নেতাজি’ পাশের বাড়ির ছেলে। 

অবাক পৃথিবী একা কারো নয়, মূহ্য জোয়ার 
অবিণীত প্রান। 
মুষ্টিমেয়র হিসেব পাল্টে ছবির বাইরে আস্তে আসতে,
অপেক্ষা তুমি অপেক্ষা করো;
রক্তের রং লাল হবে আবার, হোক নতুন সূর্যস্নান। 
ছবিরটার ভেতরে এখনো বন্দী অসহায় মানুষটি!!

-Gourab Dey #yqdada #stophating

বন্দী
——
ছবির ভেতর দাঁড়িয়ে একটি মানুষ!
চকচকে ফ্রেমে বাঁধিয়ে সুন্দর দেওয়ালে টাঙানো,
কুৎসিত জলজ্যান্ত পুড়ে যাওয়া চামড়ার দুর্গন্ধময়
আস্ত একটি মানুষ!
কিচ্ছু এসে যায়না তার মনুষ্যত্বের মুন্সীয়ানায়,
এসে যায়না তার বাদামী রক্তের রংপেন্সিলে।
শুধু সে ছবির ভেতরের চাপচাপ মাংসের দলাপাকানো
নিরাপদ একটি মানুষ!
সে আধুনিক স্বার্থযন্ত্রে শিক্ষিত, যুক্তির জালে জর্জরিত
কারণের ট্র্যাপিজে নিয়ম চটকানো ভাবলেশহীন,
ছবির ভেতরের নির্বোধ একটি মানুষ। 

যা কিছু হোকনা কিছুতেই তবু কিছুতেই 
ছবির বাইরে নয়। 
প্রাণটুকু নিয়ে জীবনযাপন আমি আর আমি
আমরা কখনো হয়?
সাদাকালো হোক ম্যারম্যারে হোক, 
সাদামাটা আমি ভালো। দরকার কিবা রঙীন হবার
নিয়মের ভিড়ে উল্টো চলার, ছবির বাইরে কেন দেব 
আমি আমূল বিসর্জন! 
আমার স্বপ্ন আমার আশা- পিএফের সুদে
প্রেম ভালোবাসা, দশটা- পাঁচটা ঘানি টেনে এসে,
নিজের ঘরেই বিছানা ঘেঁসে, থাকব জীবনভর। 
দেশ ও দশের লড়াই করতে, মানুষের মত একসাথে হয়ে,
সুখটুকু নিয়ে বন্ধক রেখে,
হোকনা ‘নেতাজি’ পাশের বাড়ির ছেলে। 

অবাক পৃথিবী একা কারো নয়, মূহ্য জোয়ার 
অবিণীত প্রান। 
মুষ্টিমেয়র হিসেব পাল্টে ছবির বাইরে আস্তে আসতে,
অপেক্ষা তুমি অপেক্ষা করো;
রক্তের রং লাল হবে আবার, হোক নতুন সূর্যস্নান। 
ছবিরটার ভেতরে এখনো বন্দী অসহায় মানুষটি!!

-Gourab Dey #yqdada #stophating
gourabdey9800

Gourab Dey

New Creator