White #আমি ********** লুপ্ত শিশিরে সুপ্ত বাসনা বিনষ্ট ক্ষয়ে গুঁড়ো গুঁড়ো লোধ্ররেণু বাতাসে মেশে কান্না পরিসরে, মনের অগোচরে ভয়ার্ত রাতে যাপিত নিশিথে। কে ছিঁড়েছে কলি! কোন ভীষণতর অলি! টুকরো টুকরো ছড়ানো ছিটানো দেহাবশেষ অবিনশ্বর আত্মায় — পড়ে থাকে পথের ধুলোয় অনেক প্রশ্ন জড়ো... বাঁচবে বলে, বাঁচবে বলে মৃত্যু এলো চোখের জলে ক্রোধ মেখে জাগে ক্ষোভ, প্রবল শোকে উন্মুক্ত শিখা হয়ে জ্বলে একদিন, সবদিন বয়ে যায়... বইতে থাকে... শীত থেকে গ্রীষ্মে, বর্ষা থেকে বসন্তে। নীরবতা! কত কথা! ঘরেদুয়ারে, পথে প্রান্তরে ছড়িয়ে যাচ্ছে আগুন রাগে নাম কী সেই রূপের! আমি... আমি... আমি... ******************************************* #রত্না ©Ratna Das #sad_shayari