Nojoto: Largest Storytelling Platform

ছেলেবেলার পুকুর ঘাট বৃদ্ধ মনের কোণে জল থৈ থৈ ডাকে

ছেলেবেলার পুকুর ঘাট বৃদ্ধ মনের কোণে
জল থৈ থৈ ডাকে ইশারায় এড়াই কেমনে?
বাদলা দিনে স্নানের ঘাটে সাঁতার কাটার মজা
চার দেওয়ালে সীমিত জলে কেমনতর সাজা!
বাবলা গাছটা পুকুর পাড়ে আছে কি আজও ঝুঁকে?
ছেলেবেলায় বেঁচে থাকি ভাসি স্বপ্ন সুখে। ওপরের ছকে পাশাপাশি, ওপর-নীচ, কোণাকুনি, দুই, তিন বা চার বর্ণের বেশ কয়েকটি শব্দ আছে।
♦ ধাপ ১ - অন্ততঃ দুটি শব্দ খুঁজে বের কর।
♦ ধাপ ২ - সেই দুটি শব্দ যেকোনো জায়গায় রেখে ছয় লাইন এর কবিতা লেখো। কবিতাটি অর্থপূর্ণ ও ছন্দবদ্ধ হতে হবে।
♦ ধাপ ৩ - ক্যাপশনে রেখো তোমার ব্যবহার করা শব্দদুটি।

#yqdada
#yqbaba
#খেয়ালী_কাহন
ছেলেবেলার পুকুর ঘাট বৃদ্ধ মনের কোণে
জল থৈ থৈ ডাকে ইশারায় এড়াই কেমনে?
বাদলা দিনে স্নানের ঘাটে সাঁতার কাটার মজা
চার দেওয়ালে সীমিত জলে কেমনতর সাজা!
বাবলা গাছটা পুকুর পাড়ে আছে কি আজও ঝুঁকে?
ছেলেবেলায় বেঁচে থাকি ভাসি স্বপ্ন সুখে। ওপরের ছকে পাশাপাশি, ওপর-নীচ, কোণাকুনি, দুই, তিন বা চার বর্ণের বেশ কয়েকটি শব্দ আছে।
♦ ধাপ ১ - অন্ততঃ দুটি শব্দ খুঁজে বের কর।
♦ ধাপ ২ - সেই দুটি শব্দ যেকোনো জায়গায় রেখে ছয় লাইন এর কবিতা লেখো। কবিতাটি অর্থপূর্ণ ও ছন্দবদ্ধ হতে হবে।
♦ ধাপ ৩ - ক্যাপশনে রেখো তোমার ব্যবহার করা শব্দদুটি।

#yqdada
#yqbaba
#খেয়ালী_কাহন