উদ্ধত গোষ্পদ- নিজের জোড়ে পিছু টানে রেখে যায় শপথ; বেহায়া মন- চিরাচরিত আবেগ লেপ্টে চারকোলে সেজে সাক্ষ্য হৃদয়-ভাঙা আলোড়ন; বেনামি গল্পে নিন্দা রটিয়ে এলোপাথাড়ি কিছু কটূক্তি কিংবা বিদ্রুপ; খামখেয়ালি রাত বিষাক্ত,বাঁধন ছিন্ন করার জেদে আসক্ত; এত কিছুর পরেও.... চাঁদ নামানোর স্পর্ধা যাচ্ছে না বৃথা; সান্ত্বনা নয়, দুঃসাহস-- টিকে থাকার জগৎ; বাঁচার লড়াই বিশদে রপ্ত। উতরে যাওয়াও এক ভিন্ন সমাপ্ত, সমাপ্ত চাই না; শরীর বেয়ে নেমে আসুক জ্বর; বেঁচে থাক, চাঁদ নামানোর মিথ্যে আড়ম্বর। গোষ্পদ-- পদ-চিহ্ন #piccontest13 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রেটেশন, অথবা ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest13