ফিরে গেছে কতো, কতোটা বাকি ফেরার? তোমায় পাওয়া শেষ যেখানে? নাকি সেই পথের সীমানায় যে পথ আর হাটবো না? ফিরে কী শেখানেও গিয়েছো? প্রথম চোখের চাউনিতে ! হাতে হাত রাখা পড়ন্ত বিকেলেও ফিরেছো? যেই বিকেলে ঠোঁট ছুঁয়ে ছিলে! তোমার গিটার, আমার কলম, যেই গান বেঁধেছিল গঙ্গার ধারে, সেই দিনে ফিরেছো...? ফিরে যাচ্ছো যখন যাও, শুধু মনে রেখো- তুমি ফিরছো, আমি ফিরছি, ফিরে যাবে বসন্তও... কিন্তু সেইসব মুহূর্তেরা কোথাও ফিরে যাবে না, রয়ে যাবে অতীতের বর্ণমালায়। সুপ্রভাত বন্ধুরা, আমার তোমার সকলের প্রিয় একটি গানের লাইন। তো.. আর দেরি কিসের।। #collab করে সম্পূর্ণ করো লেখাটি।। এখন কবিতা লিখবে নাকি অনুগল্প সেটা তোমার ইচ্ছে বাপু।। আগামীকাল সেরাদের ফিচার করা হবে।। #গানেকলমপ্রবাহ #কলমপ্রবাহ #kolomprobaho