Nojoto: Largest Storytelling Platform

তুমি আমি হয়তো বড্ডো বেমানান তোমার কাছে তাই একটু হা

তুমি
আমি হয়তো বড্ডো বেমানান তোমার কাছে
তাই একটু হাতটা ধরিস আমার সাথে।
অনাদর একটা মস্ত স্বাধীনতা অপেক্ষা করছে তোমার
জন্য,
তোমার জন্য রোজ বিকেলে কলেজে মোড়ে যাওয়া তোমার জন্য চোখের পলক মেলে রাখা নিদ্রাহীন রাত্তিরে:
এ সব কি আমার আবেগ , নাকি তোমার প্রতি ভালোবাসা এখনো বুঝে উঠতে পারি নি ;

আমার সমস্ত সৃষ্টি তোর জন্য 
তার যেন মৃত্যু নেই;
কত রোদ এলো তবু আমায় দগ্ধ করতে পারেনি 
কেন জানিস তুই পাশে আছিস বলে,
বৃষ্টি নেমেছিল আমার জানালার কাঁচে
কিন্তু  নরম কোলবালিশটি ভেজেনি 
কেননা ও তো তোর ভীষণ প্রিয় ছিল বলে,
আঁধারের সেই কালো মেঘ চাইছিল ভোরের সূর্যকে বিলীন করতে
কিন্তু তোর সৌন্দর্যের কাছে আঁধার ফিকে হয়ে গেছে ।।

যদি পারিস বন্ধুত্বের হাত বাড়াতে 
আমি রাজি তোর পায়ে পা মেলাতে,
আমার সব যন্ত্রনা গুলো পাবে মুক্তি 
ইচ্ছে গুলো ফিরে পাবে এক খোলা আকাশ ঘুড়ি।
নীল পাখির মতো উড়বে তোর পথ দিয়ে 
সীমাহীন সমুদ্র সৈকতে,
গড়ে তুলবে এক নতুন সোনালী পৃথিবী
ভালোবাসার রঙিন মাটিতে।।
                                                           - উৎপল দাস আবেগ♥️ Pragati Maurya  Arpit Jain
তুমি
আমি হয়তো বড্ডো বেমানান তোমার কাছে
তাই একটু হাতটা ধরিস আমার সাথে।
অনাদর একটা মস্ত স্বাধীনতা অপেক্ষা করছে তোমার
জন্য,
তোমার জন্য রোজ বিকেলে কলেজে মোড়ে যাওয়া তোমার জন্য চোখের পলক মেলে রাখা নিদ্রাহীন রাত্তিরে:
এ সব কি আমার আবেগ , নাকি তোমার প্রতি ভালোবাসা এখনো বুঝে উঠতে পারি নি ;

আমার সমস্ত সৃষ্টি তোর জন্য 
তার যেন মৃত্যু নেই;
কত রোদ এলো তবু আমায় দগ্ধ করতে পারেনি 
কেন জানিস তুই পাশে আছিস বলে,
বৃষ্টি নেমেছিল আমার জানালার কাঁচে
কিন্তু  নরম কোলবালিশটি ভেজেনি 
কেননা ও তো তোর ভীষণ প্রিয় ছিল বলে,
আঁধারের সেই কালো মেঘ চাইছিল ভোরের সূর্যকে বিলীন করতে
কিন্তু তোর সৌন্দর্যের কাছে আঁধার ফিকে হয়ে গেছে ।।

যদি পারিস বন্ধুত্বের হাত বাড়াতে 
আমি রাজি তোর পায়ে পা মেলাতে,
আমার সব যন্ত্রনা গুলো পাবে মুক্তি 
ইচ্ছে গুলো ফিরে পাবে এক খোলা আকাশ ঘুড়ি।
নীল পাখির মতো উড়বে তোর পথ দিয়ে 
সীমাহীন সমুদ্র সৈকতে,
গড়ে তুলবে এক নতুন সোনালী পৃথিবী
ভালোবাসার রঙিন মাটিতে।।
                                                           - উৎপল দাস আবেগ♥️ Pragati Maurya  Arpit Jain