"বন্যায় কাঁদে কেরালা" ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, অখন্ড ভারতের অঙ্গ অন্যতম রাজ্য আমি; লন্ডভন্ডে কাতর বিমর্ষ ; কেন অন্তর্যামী ? "ঈশ্বরের নিজস্ব দেশ" নামেও নামাঙ্কিত, ব্যথিত আমি শোকাহত জড়োসরে আতঙ্কিত। অসহায় অশনি সংকেতে বারিষের ধারায়, জলমগ্নে দিশাহীন লগ্নে প্রানীকুল কোথা দাঁড়ায়? কাতর অন্তর মোর, করুন সুরে অনন্ত কাঁদে; নিরবে নিরুপায় জড়েছি বন্যার মরণ ফাঁদে। দুখী দুই আঁখির জল, মিশিলো বন্যার জলে ; এ বানে কত প্রাণ তলালো জলের তলে। কত অবুঝ মন, নিষ্পাপ শিশুগন নিশ্চিহ্ন তারা ; জীবিত যারা নিঃস্ব সর্বস্বান্ত আপনজন হারা। চারিদিকে আর্তনাদে হাহাকার, বানভাসি শবদেহ; মনে প্রানে থাকো বন্যা ত্রাণে, দূরত্বে নহে কেহ। আজ আমি কত ক্ষত বিক্ষত; আহত মর্মাহত, প্রার্থনা মোর শুশ্রূষায় দূর কর যত শোকাহত। বন্যায় নিমজ্জিত সে কেরল কি বলছে? আতঙ্কে হয়ত শোকস্তব্ধ সে রাজ্য। তাই তুমিই বলো তাদের মনের কথা! Collab কর আর লিখে ফেল #AmiKeralaBolchi ক্যাপশনে। আর তুমি যদি তাদের কিছু অর্থ দিয়ে সাহায্য করতে চাও, তাহলে আমার bio-তে লিন্ক আছে - তোমায় সাহায্য করার জন্য।