Nojoto: Largest Storytelling Platform

★ যৌবনের আদিমতা ★ এখনো আমরা বড্ড আদিম, প্রেমিকার

★ যৌবনের আদিমতা ★

এখনো আমরা বড্ড আদিম,
প্রেমিকার বুকে ভালোবাসার পাহাড় খুঁজে ফিরি
বিছানাস্বর্গে যৌবনের হিংস্রতায় মেতে উঠি
দেবতাদের সাক্ষী করে কামশক্তির চিত্রাঙ্কন করি।

প্রেমিকার উড়নচণ্ডী চুল, বিধ্বংসী ঠোঁট, রক্তিম ললাট, স্পর্শকাতর স্তন, কারুকার্যখচিত কোমর থেকে শুরু করে নিতম্ব, যোনী কিংবা উরু দিয়ে ক্রমশ যৌবন চুয়িয়ে পড়ছে।
এ যৌবন ছোঁয়ার অধিকার আমার নেই
সে অধিকার এখন অন্যকারো
সে যৌবন এখন অন্যকারো অপেক্ষায় বসে থাকে।

প্রাক্তনের যৌবনের ব্যবচ্ছেদ করা হলো
একটা নীল শাড়ি আর সঙ্গে কিছু রংতামাশা বেরিয়ে আসলো
বেরিয়ে আসলো আরো কিছু সুখস্মৃতি এবং একটা বিছানাস্বর্গ, যেখানে চিত্রাঙ্কন করেছিলাম আমরাও।

এখনো আমরা বড্ড আদিম,
প্রাক্তনের সুখস্মৃতিতে বিষাক্ত হয়ে উঠি
কালগোখরোকে হার মানিয়ে ভয়ার্ত ছোবল দিয়ে বসি
অকৃত্রিম ভালোবাসাকে হারিয়ে বিপর্যস্ত হয়ে উঠি।

এতো আধুনিকতার পরও অন্ধকারে আমরা আদিমতার সাক্ষী হই, 
পরষ্পরের নেশায় নিজেকে ভুলে যাই।
এখনো আমরা বড্ড আদিম,
প্রেমের ছলে প্রেমিকার হাতে হাত রাখি, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে স্বপ্নস্বর্গে হারিয়ে যাই
পক্ষান্তরেই প্রয়োজনে যাযাবর হয়ে অন্য শহরের পথিক হই।

© রাতুল মাহমুদ যৌবন
★ যৌবনের আদিমতা ★

এখনো আমরা বড্ড আদিম,
প্রেমিকার বুকে ভালোবাসার পাহাড় খুঁজে ফিরি
বিছানাস্বর্গে যৌবনের হিংস্রতায় মেতে উঠি
দেবতাদের সাক্ষী করে কামশক্তির চিত্রাঙ্কন করি।

প্রেমিকার উড়নচণ্ডী চুল, বিধ্বংসী ঠোঁট, রক্তিম ললাট, স্পর্শকাতর স্তন, কারুকার্যখচিত কোমর থেকে শুরু করে নিতম্ব, যোনী কিংবা উরু দিয়ে ক্রমশ যৌবন চুয়িয়ে পড়ছে।
এ যৌবন ছোঁয়ার অধিকার আমার নেই
সে অধিকার এখন অন্যকারো
সে যৌবন এখন অন্যকারো অপেক্ষায় বসে থাকে।

প্রাক্তনের যৌবনের ব্যবচ্ছেদ করা হলো
একটা নীল শাড়ি আর সঙ্গে কিছু রংতামাশা বেরিয়ে আসলো
বেরিয়ে আসলো আরো কিছু সুখস্মৃতি এবং একটা বিছানাস্বর্গ, যেখানে চিত্রাঙ্কন করেছিলাম আমরাও।

এখনো আমরা বড্ড আদিম,
প্রাক্তনের সুখস্মৃতিতে বিষাক্ত হয়ে উঠি
কালগোখরোকে হার মানিয়ে ভয়ার্ত ছোবল দিয়ে বসি
অকৃত্রিম ভালোবাসাকে হারিয়ে বিপর্যস্ত হয়ে উঠি।

এতো আধুনিকতার পরও অন্ধকারে আমরা আদিমতার সাক্ষী হই, 
পরষ্পরের নেশায় নিজেকে ভুলে যাই।
এখনো আমরা বড্ড আদিম,
প্রেমের ছলে প্রেমিকার হাতে হাত রাখি, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে স্বপ্নস্বর্গে হারিয়ে যাই
পক্ষান্তরেই প্রয়োজনে যাযাবর হয়ে অন্য শহরের পথিক হই।

© রাতুল মাহমুদ যৌবন
ratulmahmud5618

Ratul Mahmud

New Creator