মুখোশে মাখে বর্ণ ,বর্ণ বদলায় মানুষ , বর্ণের বহুরূপী প্রকারে ...মানুষের বহুভিন্ন চরিত্র ।। কোনো ভয়ঙ্কর বা চমকপ্রদ ঘটনা না নয় মুখোশ পড়া, infact ছেলেবেলায় আমরা সবাই মুখোশ পেলে আনন্দই পেতাম, তবে সমস্যাটা হলো অন্য জায়গায় । আমাদের মধ্যে অনেকেই ছোটবেলার মন ভোলানোর উপহার কে যখন চিরসঙ্গী করে নি, তখনই সেটা আমাদের পক্ষে ক্ষতিকর না হলেও আমাদের চারপাশের মানুষ দের জন্য হানিকারক হয়ে ওঠে । অবাক লাগে খুবই যখন দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই ঐ মুখোশ খুলে ফেলার ক্ষমতা রেখেও সেই ক্ষমতাকে কাজে লাগাতে ভুলে যাই । আমরা খুব সহজেই বলে দি যে সমাজ টা নোংরা, কিন্তু আমাদের মধ্যে কেউই একপা এগিয়ে সেই নোংরা গুলো সা