আদেশ নিরুদ্দেশের মত রাস্তায় হেঁটে চলেছে বৃষ্টির মাঝে। হঠাৎ আসা এই বৃষ্টির মধ্যে লোকেরা এদিক ওদিক দৌড়চ্ছে। কত বার তো আদেশ কে ঠেলে কত লোক এগিয়ে গেল। কেউ সরি দাদা বলে ক্ষমা চে নিল, কেউ আদেশ কেই দশটা কথা শুনিয়ে দিল। --ও দাদা! কি ভাবে রাস্তায় হাটছেন! আদেশের কানে কি আদৌও কোনো কথা গেছে। সে কিছু বোঝার মত পরিস্থিতি তে নেই। এদিকে মোবাইলের স্ক্রিনটা অন আছে, যেখানে একটা মেসেজ ওকে উদ্দেশ্যে করে লেখা। মেসেজটা এসেছে দিপ্তির তরফ থেকে যেখানে লেখা ছিল- "কিছু জিনিস আমাদের হাতে থাকে না, আদেশ... আমি এখন কিছু পালটাতে পারব না.. এটাই ভাগ্য... তাই তোমার থেকে দূরে সরে যাওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই... য়ু ডিসর্ভ বেটার.. ভালো থেকো।" আদেশ একটা সামান্য ঘরের ছেলে। মেধাবী হওয়ার জন্য অনেক জায়গায়, অনেক বিষয় পুরস্কার পেয়েছে। বাবা মায়ের গর্ব কি ছেলে আজ মাথা উঁচু করে চলেছে। নিজে একা হাতে হাঁসি মুখে অল্প বয়সে সংসারের ভার গ্রহণ করেছে। কিন্তু এই ছুটোছুটি তে আদেশ নিজের থেকে, নিজের পরিবার থেকে ইমোশনালি দুরে হয়ে গেছে। বন্ধু বান্ধব ছিল না খুব বেশি। আর যারা ছিল তারাও প্রয়োজন মাত্র। এর মাঝে দিপ্তি হঠাৎই ওর জীবনে আসে। একমাত্র সেই ছিল যার সাথে খুব ইমোশনালি জুরে গেছিল আদেশ। এতটাই, যে দিপ্তি যদি কখনো এড়িয়ে চলে যায়, আদেশ দিশাহারা হয়ে যেত। শিবের খুব বড় ভক্ত ছিল তা নয়, বেশি পুজো করত না, কিন্তু ভালো মন্দ সব বলত এক বন্ধু হিসেবে আর এই বিশ্বাস রেখে, একজন আছে যে সব ঠিক করতে পারে। এই ভেবে নিজের মনের মধ্যে আশার সংসার বানিয়ে সবসময় নিজের পরিবারের খুশি আর ওর সাথে দিপ্তির একটা সংসারের জন্য প্রার্থনা করত। কিন্তু তা হয়নি। দিপ্তি আজ আদেশ থেকে বহু দুরে চলে গেছে। ওর কাছে রয়ে গেছে শুধু এত বছরের জমানো স্মৃতি আর সেই শেষ মেসেজ। আদেশ বুঝতে পারেনি ও কখন লেভেল ক্রসিং পেরিয়ে গেছে। ট্রেনের হর্ন ওর কানে যাচ্ছে না। চোখ ধোঁয়াশা আর মুখে একটা হালকা শব্দ- "শিব সদা সহায়তে।" এই উচ্চারণ ও একমাত্র তখন করত যখন ওর নিজের এই বন্ধুর কথা মনে পরত। ক্রসিং থেকে কিছু লোকের চিৎকারে আদেশ মাথা উঠিয়ে দেখল ট্রেনের আলো ওর চোখের একদম সামনে। ওর পা ওখানেই জমে গেছে। ও সাহস করে এগোতে যাবে তখন লাইনের ওই পারে মুখ থুবড়ে পরে যায় আর ট্রেন নিজের গতি তে পার হয়ে যায়। চলন্ত ট্রেনের পারে আদেশ কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #Shiva quotes on life to love quotes life quotes