Nojoto: Largest Storytelling Platform

গুরু তুমি জ্ঞানের ভৈরব সুরে একতারা হাতে জীবন গড়া

গুরু তুমি জ্ঞানের ভৈরব সুরে  একতারা হাতে জীবন গড়ার বাউল 


গুরু তুমি ভারত মাতার সুরভিত মঙ্গলময় ভোর l
আমাদের জীবন যুদ্ধের সীমানায় তুমি সদাই জাগ্রত প্রহর l l

তুমি ছাড়া পাখির ডানা আকাশ পায় না খুঁজে l 
তোমার শিক্ষা আমার চেতনার সমস্ত অন্ধকার মোছে ll

তুমি জ্ঞানের গঙ্গা অনন্ত প্রবাহিত l 
তোমার নিঃস্বার্থ দানে, আমরা হই পবিত্রিত ll

জীবনের মন্ত্রের ধ্বনি তোমার কণ্ঠে বাজে l
তুমি সেই প্রাচীন ঋষি যার আলোকে কিশোলয় জীবন নব রূপে সাজে l l

তোমার জ্ঞানের ভৈরব সুরে তুমি একতারা হাতে জীবন গড়ার বাউল l তোমার জ্ঞানের অনুরণন শতত সুমধুর, 
তোমার দীক্ষা ছাড়া পথ হয় বন্ধুর ll

তুমি আছো বলেই আমাদের  অন্তরে রক্তাক্ত জ্ঞানের আলো l 
এভাবেই আমাদের জীবনে জ্ঞানের আলো আরো আরো ঢালো l l

তুমি আছো বলেই জীবন হয় পূর্ণ প্রাণ l 
তুমি আছো বলেই সমস্ত কর্মে খুঁজে পাই অমৃতের গান ll

©MOSHARAF HOSSAIN MONDAL #gururavidas #guru_purnima
গুরু তুমি জ্ঞানের ভৈরব সুরে  একতারা হাতে জীবন গড়ার বাউল 


গুরু তুমি ভারত মাতার সুরভিত মঙ্গলময় ভোর l
আমাদের জীবন যুদ্ধের সীমানায় তুমি সদাই জাগ্রত প্রহর l l

তুমি ছাড়া পাখির ডানা আকাশ পায় না খুঁজে l 
তোমার শিক্ষা আমার চেতনার সমস্ত অন্ধকার মোছে ll

তুমি জ্ঞানের গঙ্গা অনন্ত প্রবাহিত l 
তোমার নিঃস্বার্থ দানে, আমরা হই পবিত্রিত ll

জীবনের মন্ত্রের ধ্বনি তোমার কণ্ঠে বাজে l
তুমি সেই প্রাচীন ঋষি যার আলোকে কিশোলয় জীবন নব রূপে সাজে l l

তোমার জ্ঞানের ভৈরব সুরে তুমি একতারা হাতে জীবন গড়ার বাউল l তোমার জ্ঞানের অনুরণন শতত সুমধুর, 
তোমার দীক্ষা ছাড়া পথ হয় বন্ধুর ll

তুমি আছো বলেই আমাদের  অন্তরে রক্তাক্ত জ্ঞানের আলো l 
এভাবেই আমাদের জীবনে জ্ঞানের আলো আরো আরো ঢালো l l

তুমি আছো বলেই জীবন হয় পূর্ণ প্রাণ l 
তুমি আছো বলেই সমস্ত কর্মে খুঁজে পাই অমৃতের গান ll

©MOSHARAF HOSSAIN MONDAL #gururavidas #guru_purnima