Nojoto: Largest Storytelling Platform

হেমলক দাও! --- ভেবেছিলাম শব্দে শব্দে ঠোকাঠুকি করে

হেমলক দাও!
---

ভেবেছিলাম শব্দে শব্দে ঠোকাঠুকি করে,
স্ফুলিঙ্গ পড়বে ছিটকে ছিটকে--
এ বিশ্বাস জন্মেছিল, 
কারন শব্দগুলো ছিল 
আদিম প্রাগৈতিহাসিক 
আগ্নেয় শিলায় মোড়া।

আর অতীতে পাথর ঠুকে 
আগুন জ্বেলেই তো
সভ্যতার জয়রথ 
চলতে শুরু করেছিল!
তাই শব্দে শব্দে একটা 
ব্রহ্মনাদ শুরু হবে,
এতে আর আশ্চর্য কি?

অনেক গুহাচিত্র, হিয়ারোগ্লিফিকস সাক্ষী রেখে,
অনেকানেক পথ পেরিয়ে, তবে না 
শব্দেরা সক্রেটিসের মুখে বসেছিল,
রাজার বিরুদ্ধে শব্দের অস্ত্র শানাতে?

 হেমলক! হেমলক! হেমলক জুটেছিল তাঁর স্ফটিক পাত্রে।
কই প্রিয় আজ তুমি এসো, ঠোকাঠুকি লাগাও শব্দে,
এবার না হয়  সে বিষ মৃত্যু পরোয়ানা আনুক রাজার! #Hemlock
হেমলক দাও!
---

ভেবেছিলাম শব্দে শব্দে ঠোকাঠুকি করে,
স্ফুলিঙ্গ পড়বে ছিটকে ছিটকে--
এ বিশ্বাস জন্মেছিল, 
কারন শব্দগুলো ছিল 
আদিম প্রাগৈতিহাসিক 
আগ্নেয় শিলায় মোড়া।

আর অতীতে পাথর ঠুকে 
আগুন জ্বেলেই তো
সভ্যতার জয়রথ 
চলতে শুরু করেছিল!
তাই শব্দে শব্দে একটা 
ব্রহ্মনাদ শুরু হবে,
এতে আর আশ্চর্য কি?

অনেক গুহাচিত্র, হিয়ারোগ্লিফিকস সাক্ষী রেখে,
অনেকানেক পথ পেরিয়ে, তবে না 
শব্দেরা সক্রেটিসের মুখে বসেছিল,
রাজার বিরুদ্ধে শব্দের অস্ত্র শানাতে?

 হেমলক! হেমলক! হেমলক জুটেছিল তাঁর স্ফটিক পাত্রে।
কই প্রিয় আজ তুমি এসো, ঠোকাঠুকি লাগাও শব্দে,
এবার না হয়  সে বিষ মৃত্যু পরোয়ানা আনুক রাজার! #Hemlock