Nojoto: Largest Storytelling Platform

কালবৈশাখী ভর দুপুরে আঁধার নামে বাড়ির

            কালবৈশাখী
ভর দুপুরে আঁধার নামে বাড়ির মানুষ গেছে কামে
ছেলেপুলে ছোটে বাগানে মানত করি ইষ্ট নামে।
গোরু বাছুর উড়িয়ে ধূলো গোয়াল ঘরে ফিরে এলো
মনের ঝড় এলোমেলো যে যেখানে থাকুক ভালো।
হঠাৎ দেখি মটকার টালি কালবৈশাখী করলো খালি
চোখে বুঝি পড়লো বালি আঁকড়ে ধরি পুরানো পাঁচালি।
রাস্তায় বসে সুর করে ঝড়ের আম সস্তা দরে
রাখলে হরি কে মারে নিরাপদে সে ঘরে ফেরে। লিখে ফেলো একটি কবিতা -
☞ বাক্য সংখ্যা - আট
☞ স্তবক সংখ্যা - এক / তিন
☞ অবশ্য ব্যবহৃত শব্দ - কালবৈশাখী 

বুনতে থাকো আমাদের কল্পে তোমাদের গল্প। 
প্রয়োজনে অন্য ওয়ালপেপার ব্যবহার করা যাবে।
            কালবৈশাখী
ভর দুপুরে আঁধার নামে বাড়ির মানুষ গেছে কামে
ছেলেপুলে ছোটে বাগানে মানত করি ইষ্ট নামে।
গোরু বাছুর উড়িয়ে ধূলো গোয়াল ঘরে ফিরে এলো
মনের ঝড় এলোমেলো যে যেখানে থাকুক ভালো।
হঠাৎ দেখি মটকার টালি কালবৈশাখী করলো খালি
চোখে বুঝি পড়লো বালি আঁকড়ে ধরি পুরানো পাঁচালি।
রাস্তায় বসে সুর করে ঝড়ের আম সস্তা দরে
রাখলে হরি কে মারে নিরাপদে সে ঘরে ফেরে। লিখে ফেলো একটি কবিতা -
☞ বাক্য সংখ্যা - আট
☞ স্তবক সংখ্যা - এক / তিন
☞ অবশ্য ব্যবহৃত শব্দ - কালবৈশাখী 

বুনতে থাকো আমাদের কল্পে তোমাদের গল্প। 
প্রয়োজনে অন্য ওয়ালপেপার ব্যবহার করা যাবে।