ঠক ঠকানী ঠক ঠকানী দুনিয়া জুড়ে যে পারছে ঠকাচ্ছে টাটকা বলে ময়রা দেখো বাসি মিষ্টি বিকোচ্ছে। হাজার রকম কেরামতি দেখতে পাবে মুদি দোকানে কখনো কম বাটখারা কখনো আবার কাঁটার টানে। সবজি বিক্রেতা মশায় আবার মস্ত জাদুকর তাজা সবজি শুকিয়ে যায় যেই না পৌঁছায় ঘর। চা আর তেলেভাজার দোকানে ভিড় উপচে পড়ে বেচে যাওয়া জিনিসগুলো কে জানে ওরা কি করে। সবাই শুধু ঠকাতেই চায় দরকার বা নিছক শখে সস্তা জিনিস ধরিয়ে দেয় নামী দামী মোড়কে। এরা খুবই সাধারণ লোক ঠকায় শুধু পেটের টানে সত্যিকারের ঠকবাজেরা প্রাণ কাড়ে কথার বাণে। মঞ্চ হতে ভাষণবাজি সমাজ জুড়ে দাঙ্গা লাগায় দেশের সম্পদ লুটে নিয়ে বিদেশে পালায় নির্দ্বিধায়। ঠকানোর যদি একটাই দিন থেকে থাকে ক্যালেন্ডারে তবে কেন ঠকছে সবাই প্রতিদিন প্রতি ঘরে। #ঠকঠকানি #বাংলা_কবিতা #bestbengaliquotes