ঘিঞ্জি কলোনি বস্তি, তার মধ্যে এক চিলতে ছাদ আমাদের ;সিঁড়ির ঘর জাফরি কাটা,ঘুলঘুলি--- কত বৃষ্টি রেইনপাইপ ধুয়ে নেমে যায়,কত অবেলার রোদ তির্যক ভাবে পড়ে কার্নিশ ঘেষে ; তবু কেমন যেন আমরা নাছোড়বান্দা হয়ে গেছি প্লেট-থালা-বাসন,বিছানা মশারির কাছে---- সূর্যোদয় নাই বা দেখলাম,চলো আজ ছেলেমেয়েদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে একবার গিয়ে দাঁড়াই,ওই জোৎস্না আলোর নীচে; হাওয়ায় হাওয়ায় তোমার চুলের অদৃশ্য গন্ধ আর খানকিটা রাত আমাদের প্রশ্রয় দিক শহরতলির পূর্ণিমা চাঁদ...... #জ্যোৎস্না #challenge #yqdada