Nojoto: Largest Storytelling Platform

White ফিরে যাওয়ার আগে আরও একবার নিশীথের সবটুকু দর্

White ফিরে যাওয়ার আগে আরও একবার
নিশীথের সবটুকু দর্শন মস্তিষ্কে মেখে, 
আমি হেঁটে যাচ্ছি মরিচিকার দিকে।
সামনে দৃশ্যমান হয়ে আছে আমাদের অসমবয়সী স্মৃতি;
আমি একটা সস্তিপুর্ণ জীবন  চেয়েছিলাম
অতঃপর জানা গেলো জীবন মানেই থিয়েটার 
আলো-আঁধারির খেলা।
সামনেই সাহারা, চোরাবালি,  ধুধু তেপান্তর পেরোলেই তুমি
অথচ 
আমি কিংবা তুমি একটা বিন্দুতে জুড়ে আছি।
মরিচিকার জীবন নয়,
আমাকে নিয়ে চলো সেইসব দিনের কাছে
যেখানে চোখ মেললেই তুমি,
ঘুমের আঁচল জুড়ে মেঘেদের বসবাস,
মেঠোপথ,  সূর্যমুখীর সংসার কিংবা পথ ভোলা নদী। 
আমাকে নিয়ে যাও সেইসব জীবনের কাছে যে 
জীবনে তুমিহীণ চোখ বন্ধ করে ফের চোখ খুললেই, 
মৃত্যু সামনে দাঁড়িয়ে বলবে-
চল তোর ফেরার সময় হয়ে গেছে!

#অভিমানী 🌸

©Tandra Majumder Nath
  #Sad_shayri #কবিতা #পদ্য #লেখনী

#Sad_shayri #কবিতা #পদ্য #লেখনী #অভিমানী #শায়রি

144 Views