White শুভ সন্ধ্যায় একটি ছোট গল্প নদীর গান নদীটি প্রবাহিত হতো শান্ত ও স্নিগ্ধ গতিতে। দুই পাড়ে ছিল সবুজের সমারোহ। গাছপালা, ফুল, ঘাস— সব মিলে তৈরি করেছিল একটি সবুজ সুন্দর পথ। নদীর জলে প্রতিফলিত হতো আকাশের নীল রং। সূর্য ডুবলে আকাশ হয়ে উঠত লাল-কমলা রঙের ক্যানভাস। নদীও সেই রং গ্রহণ করত। একদিন একজন ভ্রমণকারী এসেছিল নদীর পাড়ে। সে বসল নদীর ধারে, চোখ বুজল। নদীর শব্দ তার কানে আসছিল। জলের ঝিরঝিরানি, গাছপালার সড়সড়ানি, পাখির কলরব— সব মিলে তৈরি করছিল একটি সুন্দর সুর। ভ্রমণকারী শান্ত হয়ে গে ©abtab alam #life_quotes #Goodafternoon #viral #viralpost #abtab motivational thoughts in marathi motivational quotes in hindi motivational quotes in tamil Entrance examination motivational thoughts