Nojoto: Largest Storytelling Platform

একটা কটু সত্য থেকে একটা সুন্দর কল্পনা রাখা বেশ ভাল

একটা কটু সত্য থেকে একটা সুন্দর কল্পনা রাখা বেশ ভাল। 
কত কথা, কত গল্প সেই দুনিয়ার মধ্যেই তৈরি হয়। 
আসলে যত লেখা মনের চারিদিকে ঘরে, 
সেই সব কিছু লিখে পাঠানো যায় সেখানে। 
সত্য! সেটা তো সবার জানা, সবাই জানে শেষে কি হবে, 
কিন্তু নিজের যায়গায় সব কিছু নিজের ইচ্ছে মত। 
সে আমার থেকে কখনই আলাদা নয়, 
প্রত্যেক রুপে সে জরিয়ে রয়েছে আমার সাথে। 
সত্যটা খেয়াল পড়লে হাসিও পায়, 
কষ্টও হয় আবার শান্তির অনুভূতি হয়। 
কষ্ট ছাড়া বাকি দুটো কেন মনে হয়, 
সেটা না হয় আমার মনেই রইল। 
কেউ জানেনা, জানার দরকার নেই। 
আলাদা একটা দুনিয়ায় তার সাথে সব কথাই বলা হয়েছে। 
আসল দুনিয়ায় সেটা না জানাই ভাল।

©Ananta Dasgupta #Pinterest #letters #Self_Realisation #Bengali #BengaliPoem #bengalicreator #bengaliquote #nojotobangla
একটা কটু সত্য থেকে একটা সুন্দর কল্পনা রাখা বেশ ভাল। 
কত কথা, কত গল্প সেই দুনিয়ার মধ্যেই তৈরি হয়। 
আসলে যত লেখা মনের চারিদিকে ঘরে, 
সেই সব কিছু লিখে পাঠানো যায় সেখানে। 
সত্য! সেটা তো সবার জানা, সবাই জানে শেষে কি হবে, 
কিন্তু নিজের যায়গায় সব কিছু নিজের ইচ্ছে মত। 
সে আমার থেকে কখনই আলাদা নয়, 
প্রত্যেক রুপে সে জরিয়ে রয়েছে আমার সাথে। 
সত্যটা খেয়াল পড়লে হাসিও পায়, 
কষ্টও হয় আবার শান্তির অনুভূতি হয়। 
কষ্ট ছাড়া বাকি দুটো কেন মনে হয়, 
সেটা না হয় আমার মনেই রইল। 
কেউ জানেনা, জানার দরকার নেই। 
আলাদা একটা দুনিয়ায় তার সাথে সব কথাই বলা হয়েছে। 
আসল দুনিয়ায় সেটা না জানাই ভাল।

©Ananta Dasgupta #Pinterest #letters #Self_Realisation #Bengali #BengaliPoem #bengalicreator #bengaliquote #nojotobangla
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon14