Nojoto: Largest Storytelling Platform

প্রাইমারীতে খালি পায়ে তপ্ত গলা পিচ মাটির দেওয়ালে

প্রাইমারীতে খালি পায়ে তপ্ত গলা পিচ
মাটির দেওয়ালে ছিলনা কোনো একটা সুইচ।
সেকেন্ডারি স্কুল হাঁটা পথ গল্প জমতো খাসা
ঠাসাঠাসি দুই বোনের একটাই ছিল ছাতা।
ক্লাস টেনে উঠলাম যখন বেড়ে গেল চাপ
সাইকেল একটা চাইই আমার শুনবো না অজুহাত।
দুদিনেতেই বাস রাস্তায় শিখেছিলাম সাইকেল
পাড়ার দাদারা না থাকলে হোতাম নির্ঘাত ফেল।
তারপরেই শুরু হলো ভীষন কঠিন লড়াই
লাল সাইকেলটা লাকি ছিল করতাম তাই বড়াই।
সাফল্য যখন তুঙ্গে আমার বাধ সাধলো বয়েস
কুড়িতে নাকি হলাম বুড়ি থেমে গেল রেস।
আজও আমি স্বপ্ন দেখি উড়ছি সাইকেল চড়ে
সকালবেলায় জিগাই সবাই -কি বকো ঘুমের ঘোরে?
চালাঘরে পরিত্যক্ত জঁং ধরা হারকিউলিস
কোনো অভিযোগ নেই ওর করে আমায় করুণা
"লড়াইটা থামিয়ে দিলি? তুই তো আজ ফিনিশ।"
 কোলাব করো আর বুনতে থাকো আমাদের কল্পে তোমাদের গল্প। 

ক্যাপশনে অবশ্যই রেখো -
#yqdada
#yqbaba
#খেয়ালী_কাহন
#কাহানিয়ার_কাহন
#ভাঙা_সাইকেল
প্রাইমারীতে খালি পায়ে তপ্ত গলা পিচ
মাটির দেওয়ালে ছিলনা কোনো একটা সুইচ।
সেকেন্ডারি স্কুল হাঁটা পথ গল্প জমতো খাসা
ঠাসাঠাসি দুই বোনের একটাই ছিল ছাতা।
ক্লাস টেনে উঠলাম যখন বেড়ে গেল চাপ
সাইকেল একটা চাইই আমার শুনবো না অজুহাত।
দুদিনেতেই বাস রাস্তায় শিখেছিলাম সাইকেল
পাড়ার দাদারা না থাকলে হোতাম নির্ঘাত ফেল।
তারপরেই শুরু হলো ভীষন কঠিন লড়াই
লাল সাইকেলটা লাকি ছিল করতাম তাই বড়াই।
সাফল্য যখন তুঙ্গে আমার বাধ সাধলো বয়েস
কুড়িতে নাকি হলাম বুড়ি থেমে গেল রেস।
আজও আমি স্বপ্ন দেখি উড়ছি সাইকেল চড়ে
সকালবেলায় জিগাই সবাই -কি বকো ঘুমের ঘোরে?
চালাঘরে পরিত্যক্ত জঁং ধরা হারকিউলিস
কোনো অভিযোগ নেই ওর করে আমায় করুণা
"লড়াইটা থামিয়ে দিলি? তুই তো আজ ফিনিশ।"
 কোলাব করো আর বুনতে থাকো আমাদের কল্পে তোমাদের গল্প। 

ক্যাপশনে অবশ্যই রেখো -
#yqdada
#yqbaba
#খেয়ালী_কাহন
#কাহানিয়ার_কাহন
#ভাঙা_সাইকেল