Nojoto: Largest Storytelling Platform

তোমাকে কত খুঁজেছি, কত অপেক্ষা করেছি।প্রত্যেকটি রাত

তোমাকে কত খুঁজেছি, কত অপেক্ষা করেছি।প্রত্যেকটি রাত একাকী সঙ্গী হয়ে গেছে। ভিড়ের মাঝে মনে হয় যেন লুকিয়ে আছে সেই মুখটি। কথা দিয়ে যদি রাখতেই না পারো, তাহলে অমন কথা কেন দিয়েছিলে। আজ ভবি যেটা ছিলই না আমার তার জন্য শুধু এত কষ্ট পেলাম। সে তো আর বুঝলো না কিছু। তাই একাই চললাম...

©Anjali Das Gupta
  #berang #nojoto#like#comment#share#remember the time#