শান্তিতে ঘুম বিস্ফোরিত আওয়াজ - ঘুম ভাঙানি মৃত্যু , কোল খালি হয় সব মায়ের ...শহীদ হোক বা দ্বিষৎ বন্ধু।। চুপ, শান্ত, নির্জীব- এই শব্দ গুলোকে বড় বেশি ভালোবেসে ফেলেছে আমাদের যুগটা, তাই শত লড়াই, শত সমস্যাতেও সবাই তাদের নিজের নিজের জীবন সামলাতে ব্যাস্ত । কারোর চোখ পড়েনা কিছু অসহায়, ক্ষুধার্ত শিশুদের ওপর যারা জানে না তাদের ছেলেবেলা কোথায় কেন হারিয়েছে !! বা কেউ দেখেনা কত মা তার সন্তানের আশায় পথচেয়ে বসে থাকতে থাকতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে !!! মানুষতো এতটা দয়া-মায়াহীন ছিলনা, তাহলে আজ কিসের নেশায় হারাচ্ছে শান্তিতে থাকার ইচ্ছে? কোন যুদ্ধ কখনও শান্তির সূচনা করে? আর কটা মানুষ যুদ্ধ চায়? কেন এত সাধারণ মানুষ