Nojoto: Largest Storytelling Platform

একটি রাতের গল্প রাতের গভীরতায় এক অসহায়ত্ব খেলা কর

একটি রাতের গল্প

রাতের গভীরতায় এক অসহায়ত্ব খেলা করে,
যার অস্পষ্ট স্পর্শে ব্যকুল হয়ে উঠে হাজারো হৃদয়,
এ ব্যকুলতায় তৈরী হয় এক আর্তনাদ, 
যে আর্তনাদ দীর্ঘ করে রাতের দৈর্ঘ্য, 
প্রতিটি মুহূর্তে ভেসে উঠে হাজারো অপূর্ণ স্মৃতি, 
যা প্রলোভন দেখায় সেই পুরনো সময় ফিরে যেতে,
আক্ষেপ ঘুচায় শুধু বাস্তবতা, 
শুধু বলে," যা যায় তাতো আর আসে না,
যা চলে যায় তা তোমার কখনো ছিলো না"।
মনের মাঝে তখন প্রশ্ন জাগে,
ছিলো না যখন, তবে কেনোই বা এলো,
এক রাশি অশ্রু দিয়ে আমায় কি পেলো,
মনিষীদের মতে যা হয় ভালোর জন্য হয় বলে,
কারো মনে আস্থার মসজিদ ভাঙা কি শ্রেয়?
হয়তো বাতাসে আজ এর উত্তর মিলবে না,
উত্তর টা পেলেও কি? 
মনের আক্ষেপের মরিচীকাতো আর মিটবে না,
সময় যায় ভাবনা বারে,
বাস্তবতা ভেসে ওঠে অভিসারে, 
মন তখন বন্দী হয় স্মৃতির কারাগারে, 
জীবন হঠাৎ থমকে যায়, মনের অবাস্তব আবদারে,
রাতের প্রক্ষেপণ ঘটে ক্রমশরে। #একটি_রাতের_গল্প
একটি রাতের গল্প

রাতের গভীরতায় এক অসহায়ত্ব খেলা করে,
যার অস্পষ্ট স্পর্শে ব্যকুল হয়ে উঠে হাজারো হৃদয়,
এ ব্যকুলতায় তৈরী হয় এক আর্তনাদ, 
যে আর্তনাদ দীর্ঘ করে রাতের দৈর্ঘ্য, 
প্রতিটি মুহূর্তে ভেসে উঠে হাজারো অপূর্ণ স্মৃতি, 
যা প্রলোভন দেখায় সেই পুরনো সময় ফিরে যেতে,
আক্ষেপ ঘুচায় শুধু বাস্তবতা, 
শুধু বলে," যা যায় তাতো আর আসে না,
যা চলে যায় তা তোমার কখনো ছিলো না"।
মনের মাঝে তখন প্রশ্ন জাগে,
ছিলো না যখন, তবে কেনোই বা এলো,
এক রাশি অশ্রু দিয়ে আমায় কি পেলো,
মনিষীদের মতে যা হয় ভালোর জন্য হয় বলে,
কারো মনে আস্থার মসজিদ ভাঙা কি শ্রেয়?
হয়তো বাতাসে আজ এর উত্তর মিলবে না,
উত্তর টা পেলেও কি? 
মনের আক্ষেপের মরিচীকাতো আর মিটবে না,
সময় যায় ভাবনা বারে,
বাস্তবতা ভেসে ওঠে অভিসারে, 
মন তখন বন্দী হয় স্মৃতির কারাগারে, 
জীবন হঠাৎ থমকে যায়, মনের অবাস্তব আবদারে,
রাতের প্রক্ষেপণ ঘটে ক্রমশরে। #একটি_রাতের_গল্প