Nojoto: Largest Storytelling Platform

দিনটা মনে হয় আজও জলের মত পরিষ্কার। অবশ্য, কিছু বি

দিনটা মনে হয় আজও জলের মত পরিষ্কার। অবশ্য, কিছু বিশেষ ছিল না এই দিনের মধ্যে কিন্তু কিছু জিনিস হয় যা খুব সামান্য এক দিনকে খুব সুন্দর করে তোলে। 

নিজের পুরোনো ঝড়ের মধ্যে থেকে অনেকটাই বেড়িয়ে এসেছিলাম। এতটাই যে একা নিজের মত খুশি থাকতে পারি। প্ল্যান খুব সাধারণ ছিল। বহু বছর পর নিজের প্রিয় নায়কের ছবি সিনেমা হলে গিয়ে দেখার একটা মজা। 

ওর সাথে কথা বলা সবে শুরু করেছি, কিন্তু শুধু কাজের জন্য। সেদিন আমাকে সিম্পলি জিজ্ঞাসা করল- "আজ কী প্ল্যান?" আমি সবকিছু বল্লাম। কথা শেষ হতে না হতে শুনলাম নাকি আমার জন্য সারপ্রাইজ আছে। কিছুক্ষণ মাথার জোর লাগানোর পড়ে মশকরা ভেবে ভুলে গেছি। 

সিনেমা প্রায় শেষের মুহুর্তে। চিল্লিয়ে আমার গলা প্রায় বসে গেছে তখন এক অজানা নম্বর থেকে ফোন। আমি কখনও অজানা নম্বরের ফোন পিক করি না। কিন্তু প্রায় তিন বার বেজেছে। তৃতীয় বারে ফোন তোলার পর সেই চেনা গলা। ওদিক থেকে আওয়াজ আসল- "মুভি শেষ করে আসো, আমি এখানেই এসেছি।" খুব অদ্ভুত লাগল আবার ভালো লাগছে আবার নার্ভস লাগছে। কিরকম যেন সব মিশিয়ে গেল। 

একটু খোঁজার পরে ওকে দেখতে পেলাম। নীল রঙের সাড়ি পরেছিল। তা ছাড়া বাকিটা বললাম না, নাহলে আবার কবিতা তৈরি হয়ে যাবে। কিন্তু আমার জন্য যে এসেছিল, সেটা ভুল। ওর নিজের একটা আলাদা প্ল্যান ছিল। কিছুক্ষণ কথা বলার পর ওর দাদা এল। তার সাথে পরিচয় করে কথা বললাম। তারপর চলে আসলাম। একটু এগিয়ে যখন পিছন ঘুরে তাকালাম তখন সে নেই। 

প্রথম বার নিজের রোজকার সাদামাটা দিনের ওপর সেই ১০ মিনিট খুব গুরুত্বপূর্ণ লাগছিল। প্রথম বার চলে যাওয়ার পরেও ওকে আবার দেখতে ইচ্ছে করছিল। প্রথম বার খুব স্বার্থপরের মত মনে হল কেন ওর দাদা এত তারাতারি করে চলে আসল। প্রথম বার মনে হল, হয়তো ঝড়টা মধ্যে থেকে শান্ত হয়েছে। প্রথম বার সেই ১০ মিনিটের দেখা করাটা হয়তো দশ লক্ষ বার রিওয়াইন্ড করে গেছি। 
অবশ্য আজও করে যাচ্ছি।

©Ananta Dasgupta #arabianhorse #anantadasgupta #Storywriting #diary #bengalidiary #bengalilove
দিনটা মনে হয় আজও জলের মত পরিষ্কার। অবশ্য, কিছু বিশেষ ছিল না এই দিনের মধ্যে কিন্তু কিছু জিনিস হয় যা খুব সামান্য এক দিনকে খুব সুন্দর করে তোলে। 

নিজের পুরোনো ঝড়ের মধ্যে থেকে অনেকটাই বেড়িয়ে এসেছিলাম। এতটাই যে একা নিজের মত খুশি থাকতে পারি। প্ল্যান খুব সাধারণ ছিল। বহু বছর পর নিজের প্রিয় নায়কের ছবি সিনেমা হলে গিয়ে দেখার একটা মজা। 

ওর সাথে কথা বলা সবে শুরু করেছি, কিন্তু শুধু কাজের জন্য। সেদিন আমাকে সিম্পলি জিজ্ঞাসা করল- "আজ কী প্ল্যান?" আমি সবকিছু বল্লাম। কথা শেষ হতে না হতে শুনলাম নাকি আমার জন্য সারপ্রাইজ আছে। কিছুক্ষণ মাথার জোর লাগানোর পড়ে মশকরা ভেবে ভুলে গেছি। 

সিনেমা প্রায় শেষের মুহুর্তে। চিল্লিয়ে আমার গলা প্রায় বসে গেছে তখন এক অজানা নম্বর থেকে ফোন। আমি কখনও অজানা নম্বরের ফোন পিক করি না। কিন্তু প্রায় তিন বার বেজেছে। তৃতীয় বারে ফোন তোলার পর সেই চেনা গলা। ওদিক থেকে আওয়াজ আসল- "মুভি শেষ করে আসো, আমি এখানেই এসেছি।" খুব অদ্ভুত লাগল আবার ভালো লাগছে আবার নার্ভস লাগছে। কিরকম যেন সব মিশিয়ে গেল। 

একটু খোঁজার পরে ওকে দেখতে পেলাম। নীল রঙের সাড়ি পরেছিল। তা ছাড়া বাকিটা বললাম না, নাহলে আবার কবিতা তৈরি হয়ে যাবে। কিন্তু আমার জন্য যে এসেছিল, সেটা ভুল। ওর নিজের একটা আলাদা প্ল্যান ছিল। কিছুক্ষণ কথা বলার পর ওর দাদা এল। তার সাথে পরিচয় করে কথা বললাম। তারপর চলে আসলাম। একটু এগিয়ে যখন পিছন ঘুরে তাকালাম তখন সে নেই। 

প্রথম বার নিজের রোজকার সাদামাটা দিনের ওপর সেই ১০ মিনিট খুব গুরুত্বপূর্ণ লাগছিল। প্রথম বার চলে যাওয়ার পরেও ওকে আবার দেখতে ইচ্ছে করছিল। প্রথম বার খুব স্বার্থপরের মত মনে হল কেন ওর দাদা এত তারাতারি করে চলে আসল। প্রথম বার মনে হল, হয়তো ঝড়টা মধ্যে থেকে শান্ত হয়েছে। প্রথম বার সেই ১০ মিনিটের দেখা করাটা হয়তো দশ লক্ষ বার রিওয়াইন্ড করে গেছি। 
অবশ্য আজও করে যাচ্ছি।

©Ananta Dasgupta #arabianhorse #anantadasgupta #Storywriting #diary #bengalidiary #bengalilove
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon17