Nojoto: Largest Storytelling Platform
swapandewanji3902
  • 787Stories
  • 217Followers
  • 7.2KLove
    41.5KViews

Swapan Dewanji

writer.

  • Popular
  • Latest
  • Repost
  • Video
1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White  বুঝিনি কত নিষ্ঠুর।

হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌন্দর্যের পূজারি
ছোট্ট থেকে সুন্দর প্রজাতির পিছনে ছুটেছি,
উপভোগ করতাম ওরা যখন মধু খেতে বসত
পেছন থেকে আস্তে আস্তে দু আঙ্গুল ধরতো।

দূর থেকে মা চিৎকার করতেন ওরে ছাড় ছাড় 
মুখপুড়ি বড়ো হয়ে তোর আর বিয়ে যাবে মার,
ফুলে মধু খাবার সময় প্রজাতিকে জ্বালাবি না 
তবে প্রজাপতি বর হয়ে কাছে আর আসবে না।

মা যাই বলুক ওসব বুঝতামওনা,ছাড়তামওনা
বরং কষ্ট হতো প্রজাপতি মধু খেয়ে নিতো বলে,
ওদের ডানার রং দিয়ে কপালের টিপ পরতাম
তারপর ডানাগুলোর রং তুলে উড়িয়ে দিতাম।

এই ভাবে একদিন সাঙ্গ হল ছেলেবেলার খেলা
তারপর চলে এলো কলেজে রঙিন বন্ধুর মেলা,
ফুল হয়ে মাঝে থাকতাম,ঘিরে ধরত প্রজাপতি
ভীষণ ভালো লাগতো কত হৃদয়ে আমি শ্রীমতি।

ফুলের মত মধু বিলোবো ও বসবে আমার বুকে
ফুলের মত সুখে রাখবো গন্ধ ছড়িয়ে চারিদিকে,
এই ভাবেই জীবন গড়ি শুধু এক বাহারি বাগানে
কিন্তু একি!কি স্বপ্ন দেখি এক নৃশংস আগমনে।

মনে পড়ে যায় সেদিনের সেই যত নিষ্ঠুর খেলা
এখন যদি আমায় নিয়ে চলে সেই পুরনো পালা, 
ছিঃছিঃ ভগবান কতনা ভূল করেছি,বুঝিনি সুখ
এখন মধু দিতে প্রজাপতিরে,যতই থাকুক দুঃখ।

©Swapan Dewanji
  #sad_quotes বুঝিনি কত নিষ্ঠুর।

#sad_quotes বুঝিনি কত নিষ্ঠুর। #ভালোবাসা

1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White  ছিন্ন।

বার বার তোমায় বলি
আমি তোমায় ছেড়ে যাবো না,
এ জগতে তুমি ছাড়া
কারো কাছে আমি থাকবো না।

ওরে মা অমন বলতে নেই
এতে যে পৃথিবীর অকল‍্যাণ,
নতুন আরেক পৃথিবী গড়তে
তোরাই যে আগুয়ান।

তোরাই পৃথিবীর শ্রেষ্ঠ বীর
ভালোবাসায় করিস জয়,
তোদের ধৈর্যে তোদের বুদ্ধিতে
মানুষে মানুষে বন্ধন হয়।

সবাই তো সব কিছু পারে
পারে না শুধু জন্ম দিতে,
সন্তান জনমের মা হয়ে
পারে কী পৃথিবীর শ্রেষ্ঠ হতে ?

মাগো সব মানছি সব বুঝছি
তবু কেন মাতৃ হত্যা,
এতো যে করে তার সাথে কখনো
এমন ভাবে শত্রুতা।

প্রতিদিন দেখ এ ভূমি পরে
যত সুখ নেয় ওরা নারীর ঘরে,
অথচ আবার সেই নারীকেই
কখনো ধর্ষণ,কখনো পন‍্য করে।

এটাই তো মা আমাদের কাল
যুগ যুগ ধরে মোদের রক্তে লাল,
আর না মা যে যেখানে আছিস
প্রতিবাদে হোক ছিন্ন,যত শয়তান জাল।

©Swapan Dewanji
  #sad_qoute ছিন্ন।
1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White সৃষ্টি।

পাথরে মাথার স্পর্শে 
পাথর হয় যায় দেবতা,
আবার পাথরের বুকে জল ছোটে 
সৃষ্টি সেথা নদীর কুলুকুলু কবিতা।

আমার স্পর্শে তোমার শিহরণ
এরই নাম কি ভালোবাসার মরণ,
নদীর বুকে যত পাথরের ঘর্ষন
কবিতায় বলে ওরে তুই যৌবন।

ভাটার টানে নাও চলেনা 
মাঝির বড়োই বেদনা,
জীবন যখন জোয়ারে ভরা
সব বেদনার তখন শুধুই খরা।

সুন্দরী দেখিলেই শুধু মন চায়
নিভৃতে দু চারিটি কথা,
আছে যে প্রাণের রমনী তোমার
চোর কি বোঝে গৃহীর ব‍্যাথা ?

ধীরে ধীরে পাথর ও ক্ষয়ে যায়
এক সময় সেও চায় ক্ষমা হায়,
মরা মরা থেকে রত্নাকরের মুক্তি
রাম নামেই যত বাল্মীকি শক্তি।

কখনো কি জেনছিলে ওগো
একদিন আমি তোমারই হব,
পথ চলতে চলতে পথের শেষে
গোধূলি লগ্ন এলো অবশেষে।

।

©Swapan Dewanji #sad_shayari সৃষ্টি।
1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White হার্ট এ্যটাক।

কেন পর্দার নায়ক নায়িকার মত হতে পারিনা?
অথচ পর্দায় যখম ওদের দেখি,
মনে হয় ও দুটি চরিত্রই যেন আমাদের
সেই পরস্পরের হাত ধরে চলেছি কত কি।

নেই কোনো অভাব অভিযোগ,নেই বাদানুবাদ
আছে শুধু মাঝে মাঝেই জড়িয়ে ধরার স্বাদ,
তুমি বল্লে চলোনা অভি কোথাও বেড়িয়ে পড়ি
ছেলে দুটো মার কাছে রেখে একটু মজা করি।

আমি বলি সুন্দর প্রস্তাব,কাটাতে এক ঘেয়েমি
জীবনটা বেঁচে,নাকি মরে,পরিক্ষায় তুমি আমি,
সামনের সপ্তাহেই পাঁচদিন ছুটি নিয়ে যাব দীঘা 
অবিবাহিতা নায়ক নায়িকার মত প্রেমেডোবা।

আমি গাইবো গান"চলোনা দীঘার সৈকত ছেড়ে" 
তুমি গাইবে"ওরে যাসনা যাসনা উড়ে ওপাখিরে",
এইভাবেই সারাদিন শুধু প্রেমের জাপটা জাপটি
অবশেষে আরো সুখ,এস নিদ্রার করি পরিপাটি।

রাতের গভীরতা ভূলে গেছি,ভূলে গেছি চাঁদিনী
শুতে শুতে বারোটা,আবার চারে পুরো ঘুমোইনি,
উঠেই ছুটেছি ডিউটি,না গেলে হবে পুরো কামাই
জানি তুমি এভাবে খুশি না,রাত দিইনি তোমায়।

রীমা চল আর দেরী নয় এবার বেরিয়ে পড়ি
অভু আমি ভাবতে পারছিনা,একটু জড়িয়ে ধরি,
দাড়াও,যাবার সময় আবার কার ফোন বাজলো
রীমা মায়ের হার্ট এ্যটাক হয়েছে,এখনই চলো !

©Swapan Dewanji #GoodNight হার্ট অ্যাটাক।

#GoodNight হার্ট অ্যাটাক। #ভালোবাসা

1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White  নাতির ঘুম আসেনা কেন?

স্বপন দেওয়ানজী।

বাঘ আসছে ভূত আসছে 
নাতি তুমি ঘুমাও,
সারা রাত যে বয়ে যায় 
এবার কান্না তোমার থামাও।

নাতি বলে তোমার ভূত বাঘেরা
অনেক ভদ্র,আর না লাগে ভয়,
এমন কিছু বলো তুমি 
যার ভয়ে চোখ বন্ধ হয়।

দাদু বলেন ঘুম পাড়াতে 
এবার কাকে আমি ডাকি 
দিদা বলেন পাড়ার লালটুদাকে 
এবার ডেকে আনবো নাকি?

খুন জখম এর জুড়ি নেই 
ভয় দেখাবার হিরো,
এলে তুমি এক মিনিটে 
হয়ে যাবে জিরো।

আর বোলো না ওগো দিদা 
এবার ভয়ে ঘুম আসছে,
চোখের সামনে লালটু দাদার 
মুখখানা ভাসছে।

©Swapan Dewanji
  #sad_shayari নাতির ঘুম আসে না কেন ‌?

#sad_shayari নাতির ঘুম আসে না কেন ‌? #কমেডি

1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White নাতির ঘুম আসেনা কেন?

স্বপন দেওয়ানজী।

বাঘ আসছে ভূত আসছে 
নাতি তুমি ঘুমাও,
সারা রাত যে বয়ে যায় 
এবার কান্না তোমার থামাও।

নাতি বলে তোমার ভূত বাঘেরা
অনেক ভদ্র,আর না লাগে ভয়,
এমন কিছু বলো তুমি 
যার ভয়ে চোখ বন্ধ হয়।

দাদু বলেন ঘুম পাড়াতে 
এবার কাকে আমি ডাকি 
দিদা বলেন পাড়ার লালটুদাকে 
এবার ডেকে আনবো নাকি?

খুন জখম এর জুড়ি নেই 
ভয় দেখাবার হিরো,
এলে তুমি এক মিনিটে 
হয়ে যাবে জিরো।

আর বোলো না ওগো দিদা 
এবার ভয়ে ঘুম আসছে,
চোখের সামনে লালটু দাদার 
মুখখানা ভাসছে।

©Swapan Dewanji #sad_shayari নাতির ঘুম আসে না কেন ‌?

#sad_shayari নাতির ঘুম আসে না কেন ‌? #কমেডি

1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White  অভিমান।

অভিমান আর তুমি কোরো নাগো বন্ধু
অভিমান আর তুমি কোরো না,
কৃষ্ণের বাঁশি শুধু বেজে যায়,রাধা আর আসেনা
অভিমানী আর তুমি হয়ো না।

প্রখর তাপে ভূমির সব ফেটে যায়
আকাশের পানে ও বৃষ্টি চায়,
ওরে মেঘ তুই কোথায়,এদিক আয়
অভিমান করে কি আর চুপ থাকা যায়?

অভিমানী ভ্রমর যদি আর না আসে 
কি হবে ফুলের পাপড়ি মেলে,
তেমনি তুমি যদি চলে যাও আমায় ফেলে
কিছু বলো না তখন রাধা চলে এলে।

তুমি আমি থাকবো,মান অভিমান রবে না
একি কখনো হয়,
যেমন কৃষ্ণের সাথে রাধা দুলবেই
আর প্রেমের সুখ দুঃখ অভিমানেতেই।

©Swapan Dewanji
  #sad_qoute অভিমান। অভিমান।

#sad_qoute অভিমান। অভিমান। #ভালোবাসা

1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White  আলোর দূয়ারে।

তোমার দুয়ার আমি খুলে দিয়েছি
তুমি কোথায় তুমি কোথায় ?
বুঝেছি অন্ধকার বুঝি নিয়ে গেছে তোমায়
যেখানে নরকের কীটরা জন্মায় ?

তোমাকে তো আমি সব দিয়েছি
শিক্ষা দীক্ষা সুস্থ্য সংস্কৃতির মন্ত্র,
তা সত্ত্বেও তুমি কি ভাবে চলে গেলে
বুঝলেনা এ ওদের সব ষড়যন্ত্র।

বারবার তোমায় সতর্ক করেছি
ওরা থাকে যত মুখোশের আড়ালে,
কখনো তোমার বড়ো আপনজন
ওরা বড়ো মায়াবী থাকে পর্দার তলে।

আমি যত আমার তীব্র আলোতে
ওদের খোঁজার চেষ্টা করি,
তোমরা ততই আড়াল করো
কি করে আমি একা যুদ্ধ করি।

তোমরা আজ বুঝতে পারছোনা
এ পৃথিবী একদিন হবে অন্ধকার,
নেমে আসবে এক চরম দাসত্ব
সেই অন্ধকার কয়লা খণির অত‍্যাচার।

মুক্ত হও মুক্ত হও সবি মুক্ত করো
ধীরে ধীরে অন্ধকারের গ্রাস হতে,
যত লোভ লালসার শয়তান স্রোত
আনো সূর্যের আলোর প্রভাতে।

©Swapan Dewanji
  #Sad_Status  আলোর দুয়ারে।

#Sad_Status আলোর দুয়ারে। #ভালোবাসা

1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White প্রিয়ার সাগর।

ওগো সাগর তুমি ত বাসা বেঁধেছ
এ পৃথিবীর বুকেতে,
আমার ও সাগর বাঁধা আছে
আমার প্রিয়ার নীল আঁখিতে।

তোমার কোনো নেই কূল
চলে উথাল পাথাল,
আমার প্রিয়ার আছে ঘেরা কূল
শূন্য দৃষ্টিতে করে সে মাতাল।

তোমার সাগরের জল সন্মুখে সবার
হাসিছে খেলিছে ব‍্যাপকতায় রচিছে,
আর আমার প্রিয়ার আঁখির সাগর
হৃদয়ের গভীরে তার লুকায়ে আছে।

তোমার সাগরের জল চাহিলেই মেলে
লাগে না কোনো কিছুর এসে গেলে,
আর আমার প্রিয়া পায় যদি আঘাত
তবেই লুকানো সাগর মিলিবে নির্ঘাত।

©Swapan Dewanji
  #sad_quotes প্রিয়ার সাগর।

#sad_quotes প্রিয়ার সাগর। #ভালোবাসা

1b5e315fe186f7362d778b66ac30a4c4

Swapan Dewanji

White  আর না অবাস্তব।

জীবনের কবিতা লেখ সন্দীপ 
জীবনের কবিতা লেখ,
তুই যে প্রতিদিন রজনী কে
রঙিন স্বপ্নে বিভোর করে তুলছিস
তুই কি পারবি বাস্তবে ওকে ওখানে পৌঁছাতে।

তোর নিজের কোনো ঠিক নেই
গ্রেজুএশন কম্পিলিট করেছিস চার বছর,
কত বললাম বৃদ্ধ বাবার মুদীর দোকান চালা
বুড়োটা আর পারে না,তোর প্রেজটিজ যাবে
অথচো দিয়ে চাকরির দোহাই,বাবা খাওয়াবে?

অনেক হয়েছে এবার জীবনের সত্যি 
কথা গুলো একবার লিখে দেখনা,
রজনী কি বলে,তোর ফেসবুক কি বলে ?
রজনী আমি তোমায় মিথ্যে স্বপ্ন দেখিয়ে চলেছি
আমার বাস্তব বলতে একসবুজ ভিটেয় জন্মছি।

আমি তোমার কাছে ভূলের ক্ষমা চাইছি রজনী
রঙিনস্বপ্ন গুলো কোনোদিন বাস্তবায়িত হবেনা ,
শুধু সময় পেরিয়ে যাবে ঐ আলাদিনের গল্পেই
সবুজ থেকে ফিকে,ফিকে থেকে নিভবো অল্পেই,
তাই এসো বাস্তবে মিশি আমি মুদির দোকানে
আর তুমি মায়ের পাঠশালার শিক্ষ‍্যার বাগানে।

©Swapan Dewanji
  #sad_shayari আর না অহংকার।

#sad_shayari আর না অহংকার। #শুভেচ্ছা

loader
Home
Explore
Events
Notification
Profile