জ্যামিনী আজ কেন অভিমানিনী? এই শ্রাবণ ধারায়, মেঘের ঘনঘটায়, মাতৃত্ব নিশায় আমি এককিনী, চঞ্চল অখি তন্দ্রাহীন কার প্রতীক্ষা। দেখেছি, আমি স্বপ্নে - জাগরণে, চেয়েছি তেমারে ভ্রান্তিহীন মুক্ত আলিঙ্গনে, সে উষসী মলিন উদ্ভাসিত নীন হাজার হাজার প্রহেলিকা নিভৃতে আছে শয়ন! অশেক কাননে দাঁড়িয়ে তুমি রঘুপতি বীর মায়াবিনী কোনাতে মৃগয়া আমি প্রণয়বিদ তীর! কম্পিত হৃদয়, রমণী অস্ট, অনিয়মিত কেশ, আমার দিন - রজনী একক আজ অস্থায়ী। স্তিমিত নিশায় এই নিরালায়ে আমি জাগগ্রত পাখি এঁকেছি এই চিঠি টেমে, রজনীগন্ধার সুবাসে মাখি। #poem#nojotophoto
Rifaz Uddin Sekh
Rifaz Uddin Sekh
Rifaz Uddin Sekh
পাহাড় বলছে ভূমিকে , আমার জীবনে তােমার কি অবদান ? বৃষ্টি বলছে মেঘকে , আমার জীবনে তােমার কি অবদান ? বর্তমান বলছে অতীতকে , আমার জীবনে তােমার কি অবদান ? সময় বলছে বক্তাকে , অপেক্ষা করাে ভবিষ্যতে উত্তর গুলাে আমি দেবাে । #nojotophoto