Nojoto: Largest Storytelling Platform
suvachakraborty8389
  • 9Stories
  • 21Followers
  • 38Love
    33Views

Suva Chakraborty

Poet and writter

  • Popular
  • Latest
  • Video
396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

#myvoice#poetry#Ondhokarbeshe#Suvachakraborty
396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

সে যে চেয়ে আছে
 ভরা চোখে, 
জানালার ফাঁকে 
মেঘ ধরতে.......

396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

ঘুমন্ত চাদরের নিচে 
জ্বর গায়ে পড়ে থাকি, ঘাপটি মেরে ।
পাছে কেউ জানতে পারে, পেয়েছি আমি ভয় !


আধবোজা চাহনির দ্যোতক মিটমিট করে চেয়ে ;
জিহ্বায় অম্লতার স্বাদ নিয়ে প্রগাঢ় রাত্রির মৃত্যু কামনা করি ।


নিদ্রাহীন দুই চোখে কত অতীত ভাসে বায়োস্কোপের মত ;
মুখ থেকে অস্ফুট স্বর বেরোয় আফসোসে ।


হারানো শব্দের খোঁজে মুখ নেড়ে চলি অফুরান ;
তবু হয়ে থাকি নির্বাক, 
মাতৃসম ভালোবাসার খোঁজে । মাতৃসম ভালোবাসার খোঁজে 

( অগ্নিদ )

মাতৃসম ভালোবাসার খোঁজে ( অগ্নিদ ) #poem

396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

সেই পাতাটি ছিঁড়ে গেছে ।


নীল খামে ভরা চিঠি জলে ভিজে গেছে । 
তুমি কি আজও আমায় মনে করো ? 
মন খারাপের বিকেল ছুঁয়ে আমার দিকে হাতটি বাড়াও ?


তোমার যা কিছু উপহার আমার যত্নে ছিল রাখা । 
শোকেসে রয়ে আছে সাজানো, স্মৃতি দিয়ে ঢাকা । 
শুধু তুমিই নেই, 
তোমার শরীরটাকে ধরবো বলেই হাত বাড়াই ।


হয়তো বা হয়ে গেছে খুব দেরি !


কিন্তু এখনও, 
তোমার মুখটা দেখবো বলে কান্না চেপে রাখি । 
বুকের উপর হাতটি রেখে ভাবি, 
তুমি আছো, আছো ;
শুধু বেড়াতে গেছো হয়তো কোনো পাহাড়ের দেশে ;
ফিরবে খুব শিগগিরি ।


আমি খুঁজে পাই, তোমায় খুঁজে পাই -
হিমশীতল ভোরের কুয়াশার বেশে, 
বাতাসের ভারে তোমার গায়ের গন্ধ খুঁজে পাই । 
বেলা পড়লে, তোমার ছায়া দেখি আমার ছায়ার পাশে ;
বৈকালেতে মৃদু হালকা হাওয়ায় তোমার চুলটি উড়ে,  
আমার গায়ে লাগে ঝাপটা বৃষ্টি ফোঁটার বেশে ।


সেই পাতাটি ছিঁড়ে গেছে ।


কিন্তু আজও জোড়া লাগানোর চেষ্টা খুঁজি ।
একা জানালার ধার ঘেঁষে বসি ।
একদৃষ্টে । তোমার ফেরার পথে চেয়ে । সেই পাতাটি ছিঁড়ে গেছে 

( অগ্নিদ )

সেই পাতাটি ছিঁড়ে গেছে ( অগ্নিদ ) #poem

396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

আজও বেঁচে আছে ।
বুকে বসেছে আঁচড় 
হয়ে আছে খালি, তবু সে আজও বেঁচে আছে ।


জীর্ণতা ভুলে, দূষণের কবলে 
সে আছে, আজও বেঁচে আছে ।


আকাশে উড়ছে ধুলো, দমবন্ধ পরিবেশে 
সে আজও বেঁচে আছে ।


বৃটিশ আমলের ব্রিজ সেজেছে পিকের লাল রঙে 
তবু সে আজও বেঁচে আছে ।


কাক হয়েও কেউ কেউ ময়ূর সাজে ।
সাহেবের বেশ ধাঁচে এ শহর বাঁচে ।


কংক্রিটের দেওয়াল খসে খসে ভেঙেছে মাটির বাড়ি 
ভেঙেছে কত স্বপ্ন, কত অতীত মুছেছে সিমেণ্টের চার দেওয়ালে 
ফ্ল্যাট উঠেছে শহরের বুকে 
তবু সে বেঁচে আছে । এ শহর আজও বেঁচে আছে ।
ঢাকের সুরে, শিউলির গন্ধ মেখে, শরতের বুকে   
আমার কলকাতা আজও বেঁচে আছে । আমার কলকাতা 

( অগ্নিদ )

#poem#city#Kolkata

আমার কলকাতা ( অগ্নিদ ) poemcityKolkata

396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

তুমি একা নও ( Tumi Aka Nou )
#poem#love#sad#আবৃত্তি 

( অগ্নিদ )

তুমি একা নও ( Tumi Aka Nou ) poemlovesad#আবৃত্তি ( অগ্নিদ )

396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

কোনো এক লহমায় ভেঙে পড়ে বাতাসের বুক ;
খুঁটে খুঁটে খায় জলদের উচ্ছিষ্ট, 
ক্ষত ছড়ায় দ্রুত ; দাগ হয় আরও স্পষ্ট । 
পাতা চুঁইয়ে পড়ে - সাদা রক্ত 
দুরন্ত গতি বেয়ে ।


বাতাসেরা আর্তনাদ করে ; হুহু করে ওঠে কেঁদে


গ্রীষ্ম যে প্রাণনাশী ।
সাধারণের প্রাণ করে হাঁসফাঁস ।
শ্বাসে বুক নামে ; 
আর জলদের দল গুড়গুড় করে গোঙিয়ে ওঠে -
একবার, দুইবার, তিনবার ।  
বৈশাখী সন্ধ্যায় প্রকৃতির এই যে সর্বনিশি রূপ, 
সর্বনাশ ডাকে প্রতি পদে ;
কারো বা ঘর ভাঙে ঝড়ে, 
আর অন্যদিকে কারো বা পৌষ মাস -
হাসে, কাঁদে, একচিলতে শীতলতার স্পর্শের লোভে  । বাতাসের বুক 
#poem #summer 
( অগ্নিদ )

বাতাসের বুক poem summer ( অগ্নিদ )

396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

দাদু ( grand father )
#Dead
( অগ্নিদ )

দাদু ( grand father ) #dead ( অগ্নিদ ) #poem

396c298ef1da8611ab3cfdd1e57811de

Suva Chakraborty

কালবৈশাখী 

( অগ্নিদ )

কালবৈশাখী ( অগ্নিদ ) #poem


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile