Nojoto: Largest Storytelling Platform
bangletimes2800
  • 730Stories
  • 95Followers
  • 9.2KLove
    57.3KViews

BANGLE TIMES

Time can never be stopped. So run as fast as with Time.

  • Popular
  • Latest
  • Video
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

ওরা চেয়েছিল লাশ ফেলো, সরকার পড়বে, পাল্টা লাশ চাইনি আমি! এ বার লন্ডনে চলল শেখ হাসিনার বক্তৃতা

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে শেখ হাসিনা আঙুল তুললেন বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে।

আমেরিকার পরে রবিবার ব্রিটেনের এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনে আওয়ামী লীগের সমর্থকেরা সেই সভার আয়োজন করেছিলেন। ভার্চুয়াল মাধ্যমে সেই সভাতেই ভাষণ দিলেন হাসিনা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে তিনি আঙুল তুললেন বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে। হাসিনা এ-ও দাবি করেছেন, তিনি কাউকে খুন করেননি। যাঁরা এখন খুন করছেন, তাঁদের বিচার এক দিন হবেই বলেই মন্তব‍্য করেন মুজিবুর-কন‍্যা।। এর পরেই প্রশ্ন উঠছে, ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে তবে কি ধীরে ধীরে আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন হাসিনা?

©BANGLE TIMES #Sheikh_Hasina
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

সামরিক আইনের ঘোষণা করায় বরখাস্তের দাবি! ভোটাভুটিতে স্বস্তিতে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

শনিবার পার্লামেন্টে বিরোধীরা প্রেসিডেন্টের বরখাস্ত চেয়ে প্রস্তাব পেশ করেন। কিন্তু ইওলের দল পিপল্‌স পাওয়ার পার্টির সদস্যেরা প্রস্তাবের বিরোধিতা করে পার্লামেন্টের মধ্যে হই হট্টগোল শুরু করেন। তার পরই পার্লামেন্ট বয়কট করে বেরিয়ে যান তাঁরা।

আচমকাই দেশে সামরিক আইন (মার্শাল ’ল) জারি করার কথা ঘোষণা করে বিপদে পড়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তবে প্রবল জনবিক্ষোভের মুখে পিছু হটতে হয় তাঁকে। জারি করার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন ইওল। তবে তার পরও মেলেনি স্বস্তি। বিরোধী শিবির তাঁর বরখাস্তের (ইমপিচমেন্ট) দাবি তোলে। কিন্তু দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ভোটাভুটিতে প্রেসিডেন্টের বরখাস্তের পক্ষে সমর্থন আদায় করতে ব্যর্থ হলেন বিরোধীরা।

©BANGLE TIMES #South_Korea
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES





প্রথম পাতাকলকাতাপশ্চিমবঙ্গদেশবিদেশসম্পাদকের পাতাখেলাবিনোদনজীবন + ধারাভিডিয়ো

Anandabazar

World

UN report says, nearly 50,000 displaced in Syria in recent civil war situation dgtl

আরও পড়ুন

Civil War in Syria






পাঁচ দিনের যুদ্ধে সিরিয়ায় ঘরছাড়া ৫০ হাজার! উদ্বেগ জানিয়ে অস্ত্র সংবরণ চাইল রাষ্ট্রপুঞ্জ

রিপোর্টে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার উত্তর-পশ্চিম অংশ। অন্তত ৫০ হাজার মানুষ ঘরছাড়া।

গত সপ্তাহ থেকে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পরে সিরিয়ায় ঘরছাড়া হয়েছেন অন্তত ৫০ হাজার মানুষ! মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিটির রিপোর্টে এই দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুযুধান পক্ষগুলির কাছে অস্ত্র সংবরণের আবেদন জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

©BANGLE TIMES #Civil_War_In_Syria
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

ক্ষমতা দখল করতে পারে কমিউনিস্টরা, সামরিক আইন জারি করে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের যুক্তি উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মদতে ক্ষমতা দখলের ছক কষছে বিরোধীরা। তাই এই পদক্ষেপ।

পড়শি দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের আবহে এ বার দক্ষিণ কোরিয়ায় জারি হল সামরিক আইন (মার্শাল ’ল)! আর তার পরেই মঙ্গলবার বিকেল থেকে পূর্ব এশিয়ার ওই দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের যুক্তি উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মদতে ক্ষমতা দখলের ছক কষছে বিরোধীরা। তাই এই পদক্ষেপ।

©BANGLE TIMES #Yon_Suk_Yeol
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূলে! ‘ইন্ডিয়া’র ফাটল কি ক্রমশ ভাঙনের দিকে? দুই শরিকের বিরোধ প্রকাশ্যে

লোকসভায় শক্তির বিচারে ‘ইন্ডিয়া’র বৃহত্তম দল কংগ্রেস। দ্বিতীয় ও তৃতীয় দল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। এই দুই দলের সঙ্গেই সংসদের ভিতরে এবং বাইরে ‘দূরত্ব’ বাড়ছে কংগ্রেসের।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কি আর টিকবে? ফাটল স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে ‘বড়’ শরিকের সঙ্গে ‘মেজো’ এবং ‘সেজো’র। ফাটল বাড়তে বাড়তে ভাঙনে গড়াবে কি? প্রশ্ন উঠতে শুরু করেছে।
মঙ্গলবার একই দিনে সংসদের ভিতরে বাইরে অন্তত তিনটি ঘটনা ‘ইন্ডিয়া’র দুই শরিক দল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দূরত্ব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিল।

©BANGLE TIMES #Opposition_Alliance
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

‘হাসিনার আমলে ভারত-সহ বিভিন্ন দেশে পাচার কোটি কোটি টাকা’! শ্বেতপত্র প্রকাশ ইউনূস সরকারের

রবিবার ইউনূসের হাতে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র তুলে দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সেখানে বলা হয়েছে, পাচার হওয়া টাকা গিয়েছে ভারত, আমেরিকা, কানাডার মতো দেশে।

শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ভারত-সহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে! শ্বেতপত্র প্রকাশ করে এমনটাই দাবি করল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার। রবিবার ইউনূসের হাতে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র তুলে দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। ওই শ্বেতপত্রে আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক চিত্র তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সংবাদপত্র ‘প্রথম আলো’।

©BANGLE TIMES #Bangladesh
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

পার্থের জামিন মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট, রিপোর্ট পড়তে সময় চান দুই বিচারপতি

নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। ইডি এবং তাঁর আইনজীবী আদালতে রিপোর্ট জমা দিয়েছেন। সেগুলি পড়ে দেখার জন্য সময় চান বিচারপতিরা।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলাটি শোনার কথা ছিল শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার ডিভিশন বেঞ্চের। ওই বেঞ্চে পার্থের মামলার রিপোর্ট জমা পড়েছে। বিচারপতিরা জানান, রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় লাগবে তাঁদের। তাই সোমবার মামলাটির শুনানি সম্ভব নয়।

©BANGLE TIMES #West_Bengal_Recruitment_Scam_Case
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

এখনও আছি, শেষ সিদ্ধান্ত আমিই নেব, দলের পূর্ণ রাশ নিজের হাতেই রাখার বার্তা আবার দিলেন নেত্রী মমতা

সোমবার বিধানসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের জানিয়ে দেন, তৃণমূলে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। দলে ক্ষমতার ভরকেন্দ্র যে তিনিই, তা নিজমুখেই স্পষ্ট করে দেন।

গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি ‘আমি’ নয়, ‘আমরা’য় বিশ্বাস করেন। বিশ্বাস করেন ‘টিমওয়ার্কে’। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, তৃণমূলে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন!
উপনির্বাচনে জয়ী রাজ্যের ছয় তৃণমূল বিধায়ককে সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পরে বিধানসভার অন্দরে নৌসাদ আলি কক্ষে তাঁদের নিয়ে বৈঠক করেন মমতা।

©BANGLE TIMES #Mamata_Banerjee
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES





প্রথম পাতাকলকাতাপশ্চিমবঙ্গদেশবিদেশসম্পাদকের পাতাখেলাবিনোদনজীবন + ধারাভিডিয়োআনন্দ উৎসব

Anandabazar

World

A Canada Court directs prohibitory order over protest near Laxmi Narayan Mandir at Toronto dgtl

আরও পড়ুন

Canada








টরোন্টোর মন্দিরের সামনে বিক্ষোভ নয়, খলিস্তানপন্থীদের নিয়ে বিতর্কের আবহে নির্দেশ কানাডার আদালতের

টরোন্টোয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের ১০০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ দেখানো যাবে না। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে কানাডার এক আদালত।

কানাডার টরোন্টোয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে কোনও বিক্ষোভ দেখানো যাবে না। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে কানাডার এক আদালত। আদালতের নির্দেশ, ওই মন্দিরের ১০০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভকারী জড়ো হতে পারবেন না। সম্প্রতি কানাডার ব্রাম্পটনে এক মন্দিরের সামনে খলিস্তানপন্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। মন্দিরের সামনে ভারতীয় দূতাবাসের একটি অস্থায়ী শিবিরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর কানাডায় ভারতীয় দূতাবাসের তরফে একাধিক অস্থায়ী শিবির বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই আবহে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে বিক্ষোভ রুখতে পদক্ষেপ করল কানাডার আদালত।

©BANGLE TIMES #Canada
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

জোরালো হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি, শান্তিপ্রার্থনায় ইসকন, আর্জি কেন্দ্রের হস্তক্ষেপেরও

কলকাতা, শিলিগুড়ি-সহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপ্রার্থনার আয়োজন করে ইসকন। বিশ্বের ১৫০টি দেশে ইসকনের শাখায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রার্থনার আয়োজন করছে তারা।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য রবিবার ভারতের বিভিন্ন প্রান্তে ইসকনের মন্দিরগুলিতে শান্তিপ্রার্থনা করা হল। কলকাতা, শিলিগুড়ি, জয়পুর, গুয়াহাটি, ভুবনেশ্বর, বেঙ্গালুরু-সহ দেশের সর্বত্র ইসকনের মন্দিরে প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করা হয়েছে। আমেরিকা, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশেও ইসকনের শাখা ছড়িয়ে রয়েছে। ১৫০টি দেশ মিলিয়ে ইসকনের প্রায় ৮৫০টি মন্দির রয়েছে এবং এক হাজারেরও বেশি কেন্দ্র রয়েছে। সর্বত্রই স্থানীয় সময় অনুসারে কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কিছু অঞ্চলে শান্তিপ্রার্থনার আয়োজন হয়েছে। আবার কোনও কোনও অঞ্চলে প্রার্থনা এবং কীর্তনের আয়োজন এখনও বাকি রয়েছে। ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণদাসকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ১৫০টি দেশেই প্রার্থনায় সমবেত হচ্ছেন ভক্তেরা।

©BANGLE TIMES #Bangladesh_Unrest
loader
Home
Explore
Events
Notification
Profile