Nojoto: Largest Storytelling Platform
linkon1659341804404
  • 73Stories
  • 153Followers
  • 304Love
    0Views

Linkon

আমি আমার মতোই

  • Popular
  • Latest
  • Video
8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

#Pehlealfaaz হয়তো বহু বছর পর চলার পথে
হঠাৎ আমাদের আবার দেখা হবে,
পাশাপাশি হেঁটে যাব দুজন
কিন্তু থাকবো নিঃশব্দ আর নির্বাক।
কেউ কারো চোখে তাকাবো একবারও
তবে মোটা ফ্রেমের চশমার ফাকে
আড়চোখে চাইবো দুজন দুজনকে
বারংবার অবাক বিস্ময়ে!
হয়তো তুমি ভাববে
আমি দেখছি না তোমাকে
ঠিক তেমনটা আমিও ভাববো
তুমি দেখছো না আমাকে,
কিন্তু দুজন দুজনের দিকে
তাকিয়ে থাকবো নিষ্পলক।
তোমার চোখের উজ্জ্বল প্রভা
আঁচড়ে পরবে আমার চোখে।
হঠাৎ করে দুজনের ই মনে হবে
আমরা প্রচন্ড রকম মিথ্যেবাদী,
অথচ কথা ছিল মৃত্যুর আগে
যেন কেউ কারো মুখ না দেখি।
সেই দিনটা হবে একটি অদ্ভুতুড়ে দিন
আমাদের সামনে পুরো পৃথিবী
তবে আমাদের মনে হবে
তুমি আর আমি ছাড়া
কোথাও কেউ নেই!
এরপর একপাশে ভালোবাসা
আরেক পাশে ঘৃণা নিয়ে
আমরা চলে যাবো নিজ নিজ গন্তব্যে।

~লিংকন
8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

এই শহরে কোথাও স্বপ্ন নেই,
আলো নেই, ভালবাসা নেই। 
এই শহরে দিন দুপুরেও শোনা যায়
মৃত মানুষের হাহাকার। 
আবর্জনা আর কোলাহলে ভরপুর এই শহর। 
চারিদিকে কেমন মন পোড়ার গন্ধ! 
আচ্ছা, তোমার শহরে কি
মুখোশ পড়ে থাকতে হয়? 
ভাল থাকার অভিনয় করে?

~লিংকন

8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

📬#নীল_চিঠি
✒#লিংকন

আচ্ছা, তুমি কি এই শেষবেলায়
একবার আসতে পারো না?
জানালাটা এখনো খোলাই থাকে আমার।
এখনো নিয়ম করে আমি ছাদে যাই
আকাশ দেখার বাহানায়
একটা নীল চিঠি শূন্যে উড়াই!
চাতক পাখির মতো অপেক্ষায় থাকি
কার হৃদয় ছুঁলো সে চিঠি!
কার বুকে তীর বাঁধালো এ শব্দক্ষ্যর!  
আমি নির্লিপ্ত চোখে কেবল তাকিয়ে দেখি!
কতো কেউই তো হেঁটে যায় এই পিচঢালা রাস্তায়।
কিন্তু আমি  চাই এই নীলচিঠি
কেবল তোমারই হাত ছুঁয়ে যাক!
তবে আজকাল তো দেখছি তুমি ভীষন ব্যস্ত
চিঠি কুঁড়োবোর সময়ই পাও না!
কে জানে হয়তো অন্য কোথাও
নতুন 'ডাকবাক্স' পেয়ে গেছো।
যেখানে রোজ শতখানেক চিঠি জমা হয়!  
আমার ওই নীল চিঠি এখন আর পোষায় না,
আহত করে না আর তোমাকে!

~~~লিংকন

8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

প্রতিবারই বলো চলে যাবে
তারপরও থেকে যায়
কিছু ডাক, কিছু পিছুটান!
মেঘের ঘরে জমে ফোঁটা ফোঁটা বৃষ্টি
রাত গভীর হলে ওরা কথা বলে যায়
আমার না বলা অক্ষরের সাথে
শব্দরা ঘর বাঁধে।
আমি যে পথ হারাই ও দৃষ্টির মাঝে
ফিরব বললেই ফেরা হয় না জানি!
অপেক্ষায় নতুন কোন দেশে
অঝোর বৃষ্টির হাতছানি।
তবু ফেরা হয় না
আর ফেরা হয় না!
--------------
~~Linkon

8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

চাইলেই তুমি আসতে পারো, বসতেই পারো পাশে,
চাইলেই তুমি দিতে পারো ছুঁয়ে গভীর অনুরাগে। 

__Linkon

8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

দিনের পর দিন কেটে যাক,
মুঠোফোনে আমাদের কোন কথা না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

মাসের পর মাস কেটে যাক,
কিংবা বছরের পর বছর
আমাদের আর চিঠি লেখালেখি না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

সারাক্ষণ তুমি আমি নিয়ে
অদ্ভুত এক প্রেম মাতাল ঘোর
এখনো সবকিছু ছুঁয়ে আছে
ঠিক আগের মতোন।
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

গভীর রাত জেগে জেগে
এক পৃথিবীর দুজন দু'প্রান্তে,
এখনো সে দুরত্ব নিয়ে
বেঁচে আছি আগের মতো!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

আলসে বিকেলে তোমার স্নান শেষে 
তোমার ভেজা চুলের গন্ধ,
তোমার শুষ্ক দুটি ঠোঁট,
নক্ষত্রের মতো দুটো চোখ,
এখনো সবকিছু আমার শরীর মনে
অদ্ভুত শিহরিত করে
ঠিক আগের মতো!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

যদি কখনো এমন হয়!
ভাগ্য রেখাটা দু'জনার মাঝে
দেওয়াল হয়ে দাঁড়ায়!
তবুও ভালোবাসি না ভেবে ভুল বুঝো না।

~ লিংকন

8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

দিনের পর দিন কেটে যাক,
মুঠোফোনে আমাদের কোন কথা না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

মাসের পর মাস কেটে যাক,
কিংবা বছরের পর বছর
আমাদের কোন চিঠি লেখালেখি না হোক!
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

সারাক্ষণ তুমি আমি নিয়ে
অদ্ভুত এক প্রেম মাতাল ঘোর
এখনো সবকিছু ছুঁয়ে আছে
ঠিক আগের মতোন
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

গভীর রাত জেগে জেগে
এক পৃথিবীর দুজন দু'প্রান্তে
এখনো সে দুরত্ব নিয়ে
বেঁচে আছি আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

আলসে বিকেলে তোমার স্নান শেষে 
তোমার ভেজা চুলের গন্ধ,
তোমার শুষ্ক দুটি ঠোঁট,
নক্ষত্রের মতো দুটো চোখ।
এখনো তোমার সবকিছু
 আমার শরীর মনে অদ্ভুত শিহরিত করে
ঠিক আগের মতো
তবুও ভুলে গেছি ভেবে ভুল বুঝো না।

যদি কখনো এমন হয়!
ভাগ্য রেখাটা দু'জনার মাঝে
দেওয়াল হয়ে দাঁড়ায়!
তবুও আর ভালোবাসি না ভেবে ভুল বুঝো না।

~ লিংকন

8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

মানুষের অসুস্থতার প্রথম লক্ষণ হচ্ছে- আলো অসহ্য বোধ হওয়া! অসুস্থতা মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যেতে চায়!

___ হুমায়ূন আহমেদ

8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

আলো,
তুমি আমার প্রেমিকা ছিলে না...
অথবা তোমার সাথে আমার সম্পর্কের কোনো নাম ও ছিল না।
তবুও তোমার হাত যতবার ছুঁয়েছি ,
আমার প্রেমিকার হাতও এক লক্ষ বছরে ততবার ছোঁয়া হবে না।
আলো,
কতদিন পর তোমায় নিয়ে লিখছি বলোতো?
আমিও হিসেব রাখিনি,
হয়তোবা হবে কয়েকটি বছর।
আচ্ছা,জ্বর হলে কি এখনো ডাকো আমায়?
যখন বুক জ্বলে যায়,
তখন কার হাত ছোঁয়াও বুকে?
কার হাত ছোঁয়াও আলো?
কথাগুলো আমার জানার দরকার।
হয়তো আমি জানবোনা এগুলো কোনদিনই,তবুও বলা!
ভেতরে ভেতরে আমি আক্রোশ বয়ে বেড়াই!
ধ্বংসলীলা পুষে পুষে বড় করি!
সুযোগের অপেক্ষায় থাকি কবে ভেঙেচুরে শোধ নেবো
তোমার বেহিসাবী উপেক্ষার!
এরপর একদিন বৃষ্টি শুরু হয়
বিরতিহীন, ক্লান্তিহীন,অঝোর বৃষ্টি
সেই বৃষ্টিতে আমার ক্ষোভ,জেদ সবকিছু ছুটিতে চলে যায়!
আর আমার মনে পড়তে থাকে
" আমিতো ভালবাসতে এসেছিলাম, যুদ্ধ করতে না!"
8e2edc9bd90d015dadf5b961f7c53918

Linkon

আলো যেখানে!
সেখানে ছাঁয়া।

আর অন্ধকারে,
কেবল সবাই একা।

~ লিংকন

loader
Home
Explore
Events
Notification
Profile