Nojoto: Largest Storytelling Platform
bimanpatra1553
  • 4Stories
  • 0Followers
  • 20Love
    3Views

Biman Patra

  • Popular
  • Latest
  • Video
94e703882e5395ac893dced8cf4f8418

Biman Patra

Alone  পরিত্রাণ 

শোকাতুর অসহায় কাঁদে বিশ্ববাসী 
মৃত্যু ভয়ে শিহরিয়া,
সন্ত্রাস করিছে গ্রাস প্রতি ক্ষণে ক্ষণে
মঙ্গল করুণ হস্ত দাও বুলাইয়া। 
জীবন হয়েছে স্তব্ধ
এগোতে না চায়,
ধাপে ধাপে নিশ্বাস আজ
আশ্বাস হারায়। 
আনন্দ হারিয়ে গেছে
যেন কত যুগ আগে,
জীবন চলেছে তাই
কঠিন বিপাকে। 
বিনাশের কোন্ প্রান্তে
কোন্ মরণ মহোৎসবে,
কে আসি পড়িবে সেথা
কার ভাগ্যে কবে?
কে জানে কাহার কবে
স্তব্ধ হবে চলা,
হয়ত এ জীবনের  
শেষ হবে লীলা। 
আজ এত ভয়ংকর 
মুরতি মৃত্যুর,
এত স্পষ্ট এত দৃপ্ত 
যেন জীবন বিদূর। 
সকলেই মৃতপ্রায়
উঠিতে বসিতে,
মৃত্যুর সংবাদ বাড়ে
ঘড়িতে ঘড়িতে। 
পাখিরা ভুলেছে গান 
মানুষ হয়েছে বন্দী ঘরে,
প্রকৃতি কি দিয়েছে ইঙ্গিত 
প্রাণ কি বিলীন হবে অবনীর পরে?
মন্দির, মসজিদ, গির্জা 
যত দেব স্থান,
নিত্য পূজা উপাসনা 
অহর্নিশী ধ্যান —
অটুট প্রত্যয়ে তারা
তোমার দূয়ারে,
হত্যা দিয়ে পড়ে থাকে
বিশ্বাসের জোরে। 
তবে কি লঙ্ঘিবে তুমি
বিশ্বাসের সীমা,
পৃথিবী কি সে বিশ্বাসে
আর চলিবে না?
আজো কি রহিবে তুমি
স্থির মৌন হয়ে,
কি পরীক্ষা লইতেছ
কিসের সংশয়ে?
কঠিন সংকট কালে
যদি দয়া নাহি পাবে,
তবে নিরুপায় অন্তরের  
কি আশ্বাস রবে?
হে বিশ্বপিতা! ক্ষম ক্ষম পাপ
ক্ষান্ত কর মানব সংহার, 
যে নিশ্বাস রয়েছে বাঁচিয়া
বাঁচাও বাঁচাও তারে আশিসে তোমার।  

বিমান পাত্র # Poritran..

# Poritran.. #poem

94e703882e5395ac893dced8cf4f8418

Biman Patra

94e703882e5395ac893dced8cf4f8418

Biman Patra

“সে”

যে সামান্যতেও খুশি হত,
                   একটু কাছে পেলে। 
জীবনখানি ঢেলে  দিত,
                     ভালবেসে নিলে। 
উপহারের একটি কণাও, 
                      যদি বা তার হতো-
বুকের পরে রাখত ধরে, 
                     নিজের ইচ্ছামতো।  
যদি ধরতে পেত হাত বাড়িয়ে, 
                      আপন বাহুডোরে।  
তবে একটি দিনও রাখত মনে,
                     সারাজীবন ত্বরে। 
একটি বারও যেত যদি, 
                      দুরে কোণ্ সুদূরে ?   
মনের কথা কইত তখন, 
                      হৃদয় শূন্য করে। 
আজকে জীবন যখন এনে,
                       শেষের দিকে নিল। 
ক্ষোভ, অভিমান বুকে নিয়েও,
                       হাসিমুখে  চললো। 

‘বিমান পাত্র’ se

se

94e703882e5395ac893dced8cf4f8418

Biman Patra

হৃদয় 

সযতনে রাখিয়াছ ঢাকি আবরণে
সুর্যের কিরণ রশ্মি দেখেনি তাহায়,
বিষ্ময়ে রেখেছ বন্দী নিবিড় গোপনে
সে আসনে স্থান তুমি দেবে কী আমায়। 
স্বপনে ভাবিয়া তুমি মরমে মরেছ
কতজন চাহিয়াছে লভিতে তাহারে,
চিত্ত স্থির হয় নাই যাহারে দেখেছ
অকপটে সে আসন দেবে তো আমারে। 
কত প্রেম কত আশা কল্পনায় ভরে
দেখেছ সুন্দর নীড় প্রানপ্রিয় সখা,
উত্তাল যৌবনের স্নিগ্ধ সমীরে—
সে আসন মম তরে হইবে কী রাখা। 

বিমান পাত্র Hridoy

Hridoy


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile