Nojoto: Largest Storytelling Platform
shree2325990892814
  • 51Stories
  • 7Followers
  • 517Love
    297Views

Bhagyasri Bistu

  • Popular
  • Latest
  • Repost
  • Video
b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

জবাব
         ভাগ্যশ্রী বিষ্টু
আর কতকাল চলবে সব?
আয়না ধরো চোখের তারায়,
গীতার গায়ে স্পষ্ট লেখা 
যে পায়, সে-ই হারায়।

নিজের চরকা উস্কোখুস্কো 
মিচে তেল বিলিয়ে যাও,
সবার দায়িত্ব অনেক নিলে
নিজের দায়িত্ব এবার নাও।

মধুমাখা বিষাক্ত বুলি 
সহ্য আর হয় না,
ছন্দ মিলে কবিতা হয়, 
গল্প তারে কয় না।

নিজেকে ভালবাসতে আমরা জানি
প্রয়োজন নেই কারো,
লাটাই যত টানবে সমাজ,
উঁচু হবে উড়ান আরও।

শিখর ছোঁবে কড়ি আঙুল,
মাথা নোয়াবে এভারেস্ট,
শোধ করবো সব ঋণ
With a great interest.

বৃষ্টি আমরাও আনবো একদিন
ভেজাবো সমাজের গাল,
এই পৃথিবী অনেক বড়
কোনো কিছুরই পড়ে না অকাল।

সময়ের অপেক্ষায় বসে ছিলাম
ত্রিশূল হাতে, আলতা পায়
সময় দেখো নিজেই বলছে
সময় এবার আমায় চায়।।






.

©Bhagyasri Bistu জবাব

জবাব #poem

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

ভিন দেশ 
               ভাগ্যশ্রী বিষ্টু 
এই দেশেতে সময় চলে সময়ের পিছনে
ফসল ফলে মগজের সুবিস্তর প্রাঙ্গণে ।
দোষীর তক্মা খুব অনায়াসে নির্দোষীর মেলে 
দোষী বাঁচে সাধারণ জীবন, নির্দোষী শূলে চড়ে।।
এই দেশে বহুরূপীদের ভিখারি বলা হয় 
মুখোশধারী মানুষগুলো জোকার-এ করে ভয়।
সমাজ সেবার নামে সর্বদা পলিটিক্স চলে 
আমে- দুধে ঠিকই মিশে, আঁটি আশায় গলে।।
এই দেশেতে মনকেমনে ব্যস্ত সকল মন
কন্যাভ্রুন হত্যা হয়, দুর্গা মূর্তির আগমন।
বিশাল ফ্ল্যাটে ভিড় করে শৌখিন আসবাবপত্র
বৃদ্ধ মাতা পিতা ঘর ছাড়া, ঘোরে যত্রতত্র।।
এই দেশে ধর্মের নামে ঈশ্বর ভাগ হয়
জলের দরে বিকোয় সম্মান, প্রেম রসিকত্ব পায়।
চোখ বুজে আলোর সন্ধান, আলো পাশেই শুয়ে রয়
চিরন্তন যা সত্যময়, সহজেই গল্প হয়।।
এই দেশেতে মেঘলা আকাশ রোদের বর্ষা নামায় 
শিক্ষার চাল গোনা হয়, শিক্ষিত কিছু খাতায়।
প্রাণ শত্রুর মৃত্যু সংবাদে প্রাণ শত্রুই কাঁদে 
প্রিয় বন্ধুর অগ্রগতিতে প্রিয় বন্ধুই জ্বলে।।
এই দেশে বর্ণের মিলনে তৈরি হয় না সন্ধি
আকাশসম স্বপ্নগুলো, নক্ষত্র কারাগারে বন্দি।
জীর্ণ বস্ত্রে, শূন্য অস্ত্রে, চলে দারুণ লড়াই
কেউ অস্থির খিদে পেটে, কেউ ইমারত গড়ায়।।








.

©Bhagyasri Bistu ভিন দেশ 
#candle

ভিন দেশ #candle

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

খড়কুটো
           ভাগ্যশ্রী বিষ্টু
ছবির ফ্রেমে পড়ছে ফাটল
স্মৃতির গায়ে লাগছে আঁচড়,
রেস্টুরেন্টের মডার্ন খাবার 
লুপ্ত প্রায় দই পাপড় ।।

একান্নবর্তি  লজ্জাজনক
বৃদ্ধাশ্রম বাড়ছে তাই,
ফ্যাশন নিয়ে মাতামাতি 
জগৎ জুড়ে ট্রেন্ডিং এটাই।।

শাড়ির ভাঁজে চোরকাঁটা,
গল্প আজ অন্য তাই,
'সত্যি' বলে-'আপেক্ষিক আমি,
আজ আছি, কাল নাই।'

যুদ্ধের দামামা বাজে না আর 
কুডাকরা বৃথায় গায়, 
যুদ্ধ এখন ভেদাভেদে
মানুষ অসহায় ।।

বৃষ্টির সুর টানে মন,
ভেজে সকল বইয়ের পাতা,
ছন্দ মিলের হিসেব ভুলে
শব্দ চেনে কবিতা ।।

গীতবিতানে জমে ধুলো 
ছিন্নভিন্ন রিড-স্বরগম্,
ছেঁড়া পাতায় গানের খাতা 
জং জড়ানো হারমোনিয়াম।।

ভাঙে যখন অন্তর আরশি 
সান্ত্বনাও শান্ত হয়,
শিলাস্তূপ গড়ে তোলে 
শিলাচূর্ণের অবক্ষয়।।

পরিবর্তনগামী কালচক্রে
ফাগুন ধরে একমুঠো,
অনুভূতির শহরে জানো,
কৃত্রিমতা খড়কুটো।।































.

©Bhagyasri Bistu খড়কুটো

খড়কুটো

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

চিরকূট 
            ভাগ্যশ্রী বিষ্টূ

যুক্তি ভরা দর্শনের পাতা 
সবসময় কাজে লাগে না, 
ধোঁয়া উঠলে আগুন নিশ্চয় আছে, 
এক হাতে তালি বাজে না।

খাঁচায় রাখা বন্দি পাখি
সাহসের ডানা মেলে না,
আত্মহারা  হলুদ পাখি 
খাঁচায় থাকতে পারে না।

দোষারোপের চূড়ান্ত শিখা 
বিনিময় প্রথায় নিভে না, 
বিশ্বাস যেখানে মূল্যহীন 
সম্পর্ক সেখানে টিকে না। 

সস্তার ভিড়ে দামী শহর 
ব্যাপারটা ঠিক মিলে না, 
পূর্ণচ্ছেদের একটা টানে 
জীবন কখনো থামে না। 

উপন্যাস প্রিয় পাঠক জানি 
ছোটো গল্প পড়ে না, 
ছোটো গল্পের মন ভোলানো স্বাদ, 
উপন্যাসের পাতায় ধরে না।

রাজপ্রাসাদ না হয় তোমারই থাক,
সবারই সুখ সয় না,
'ভালো রাখা'র মহামিছিলে, 
'ভালো থাকা'টা আর হয় না।।











.

©Bhagyasri Bistu lekhoni

lekhoni

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

Body Shaming 
            ভাগ্যশ্রী বিষ্টু

তোমার সৌন্দর্য তোমার মধ্যে 
তোমার আত্মায় তার প্রকাশ, 
তবুও তোমার চোখ ছলছল, 
কিসের এত অবকাশ ?

তোমার আকাশে মেঘ জমছে 
তোমার আকৃতির জন্য, 
তাই তুমি মূল্য হারিয়েছ, 
হয়েছ, নিজের কাছেই পণ্য।

তোমার স্থূলতা তোমার কাছে 
ভীষণভাবে লজ্জা, 
খাওয়া-দাওয়া প্রায় বন্ধ, 
বারণ সাজসজ্জা।

আবার কখনো কালো বলে 
নিভেছে তোমার আলো,
বিশ্বাস করো, কালো রঙে 
মানায় তোমায় ভালো।

কখনো আবার ব্রণের দাগে, 
নামে, তোমার জীবনে বর্ষণ,
মিথ্যে কেন লজ্জাবোধ?
এ তো তোমার যৌবনের নিদর্শন।

আচ্ছা, তোমার উচ্চতাটা কত?
ও মা! ভীষণ বেটে,
'ভাবছি নতুন শতাব্দীটার 
কপালে কী জোটে!'

আরও অনেক বিষয় তোমার 
কেড়ে নেয় রাতের ঘুম, 
দিনের সূর্য অস্ত যায়, 
রাত্রি নিঝুম ।

চেয়ে দেখো, একবার তুমি 
নিজ মনের প্রতি, 
গর্ব করো, নিজের ওপর 
অসাধারণ তোমার কৃতি।

তোমার মধ্যে রয়েছে এক 
সুন্দর প্রতিভা, 
মনে রেখো, সেটাই তোমার সৌন্দর্য, 
মনে রেখো, সদা-সর্বদা ।

মোটা, কালো, বেটে, 
ব্রণ আর চেহারার ভাঁজ,
তোমার নিজেকে অপরাধী মনে হওয়ায় 
দায়ী -আমরা, দায়ী -সমাজ।

তুমিও জানো, এগিয়ে যাওয়া সমাজ 
এখনও কতটা অবোধ, 
তবু সমাজের কাছে আমার,
একটাই অনুরোধ ---

সুন্দরের সৌন্দর্য সুন্দরভাবে দেখো,
অন্তরের সৌন্দর্যকে প্রাধান্যে রাখো,
হৃদয়কে মূল্য দিয়ে, বাইরেটা করো মূল্যহীন,
ভালো লাগবে দেখো, ঘুছিয়ে BODY SHAMING.






.

©Bhagyasri Bistu Body Shaming 

#leaf

Body Shaming #leaf

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

বেলা শেষে 
                       ভাগ্যশ্রী বিষ্টু

রাতের সাথে দিনের সূর্য 
তাল মিলিয়ে ডুব দেয়, 
শুঁয়োপোকাই একদিন 
প্রজাপতির রূপ নেয়।

চিঠিগুলো রাত জাগে 
তারাদের সাথে রোজ, 
প্রয়োজন পড়লে নেউলও নেয়
সাপ বন্ধুর খোঁজ ।

তলিয়ে যায় যখন শিকল 
আলগা হয় কড়া,
মিছে তখন মায়ার টান 
মিছে স্বপ্ন গড়া।

জীবন নামক এই যুদ্ধে 
একলা লড়তে হয়, 
স্বার্থ যখন অনেক দামী
বাকি সব সস্তা হয়।

হাত ধরাটা ভুল হয় 
হাতটা ছাড়ার ভয়ে, 
নরম মন শক্ত হয় 
হাজার ক্ষত সয়ে।

মনের তীব্র চিৎকার কেবল 
একটাই কথা কয়, 
একলা একা বই হয়, 
গল্প তো আর নয়।

ডুবিয়ে দেবে জেনেও যারা 
স্রোতেকে ভালোবাসে, 
তারা যেনো এই দুনিয়ায় 
হারবে বলেই আসে। 

ব্যস্ত শহর ফ্যাকাশে হচ্ছে 
চেনা রঙের ভিড়ে,
হারলে না হয় ছোটো হবে, 
জিতলে কি এমন হবে?

ফিরতি পথের শেষ ট্রেনে 
একটু সময় হলে, 
ভেবে দেখো, হার-জিতটা বাদ দিয়ে 
জীবন কাকে বলে?






.

©Bhagyasri Bistu বেলা শেষে 

#Light

বেলা শেষে #Light

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

শেষ থেকে শুরু 
                     ভাগ্যশ্রী বিষ্টু

থামল শেষে কালবৈশাখী 
নামল সন্ধ্যা, নামল কালো।
সাঁঝপ্রদীপের তীক্ষ্ণ শিখা 
আনলো আবার, আনলো আলো।।

নতুন করে শুভারম্ভের ডাক 
রঙিন লেখায়, সাদা খামে।
নতুন করে জীবন শুরু 
একই জীবন, অন্য নামে।।

লাল গোলাপ ফুটে না এখন, 
বাগান ভর্তি হলুদ গোলাপ।
চেনা শহরে অচেনার ভিড়ে 
প্রিয়জনে পুনঃ-আলাপ ।।

'প্রয়োজন' শব্দ ঠুনকো এখন, 
ঠকতে গিয়ে ঠেকার তরে। 
সব কালিমা মুছে ফেলে, 
'প্রিয়জন' শব্দে ভার পরে।।

শীত জড়ানো ফ্যাকাশে সকাল 
এক চিলতে রোদ মাখে,
দুর্গা পুজোর অঞ্জলিরা
দীপাবলীর প্রতীক্ষায় থাকে।।

মিষ্টি বিকেলে চেনা মেঘে 
বৃষ্টি আবার বাহানা খোঁজে,
রংধনুর অভাব বলে 
নামতে পারে না, কান্না মোছে।।

এখন আকাশ রঙিন ভীষণ 
নতুন সুর গিটারে বাজে,
বহুরুপীর দল ছুটিতে এখন,
প্রকৃতি এখন মায়ের সাজে।।

দিনের সূয্যি অস্ত গেলে
তারার ছোঁয়া রাত্রি আনে,
গল্প কি আর শেষ হয় সব,
ঘোষণা করা প্রাক্তনে!






.

©Bhagyasri Bistu শেষ থেকে শুরু 

#Flower

শেষ থেকে শুরু #Flower

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

হে নূতন 
                     ভাগ্যশ্রী বিষ্টু

হে নূতন, হে সৃজন, 
আবার আনো শুভলগন, 
হে নূতন, বারংবার দেখা দিক
জন্মের শুভক্ষণ ।।

হে নূতন, একবার দেখো,
মিনতি তব পা-য়,
সৃষ্টির বুকে সৃষ্টি সব 
সৃষ্টির অপেক্ষায় ।।

হে নূতন, প্রাণ মোর 
উত্তোলিত,উৎসাহিত,
সাহিত্য সাগর,সাহিত্য রসে 
ক্ষণে ক্ষণে করো প্রসারিত।।

হে নূতন, অনুরোধ অদ্য
খোল তব দ্বার,
বার্তা আনো আগমনের 
পুনঃ, একটিবার ।।

হে নূতন, গীতাঞ্জলি 
আবার মোরা চাই,
শব্দ-অক্ষর ভুলে মোরা 
মিলিব মানবিকতায় ।।

হে নূতন, কলম ধরো 
 আঁকো রবীন্দ্রনাথ, 
 বিরহে তাঁহার, হৃদয় মম
অসহায়, অনাথ।।





.

©Bhagyasri Bistu প্রণাম 

#RABINDRANATHTAGORE

প্রণাম #RABINDRANATHTAGORE

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

jibon

jibon

b9c3575acd7ccc8a9bf90378d5eabd2d

Bhagyasri Bistu

চিঠি 
                       ভাগ্যশ্রী বিষ্টু

বুক পকেটে আকাশ মেলে পাগলের মত ঘুরিস, 
ভরদুপুরে মেঘ নামলে মুষলধারে, নিজেকেই খুঁজিস।
ভাঙতে ভাঙতে তুই, ভাঙাটাই অভ্যাস করে ফেলিস,
আর অভ্যাসের ভিড়ে আনন্দের ছেলেবেলাকে ভীষণ মনে করিস।।
একটা গোটা দেশের মাঝে একলা অনুভব তোর,
এক আকাশ তারাদের দেখে ভাবনা আসে তোর।
এক পৃথিবী ভিড়ের মাঝে হারিয়ে যাস রোজ,
টুকরো টুকরো সুতো দিয়ে স্বপ্ন বুনিস রোজ।।
তোর ব্যস্ত জীবন মাথা নোয়ায় ছেলেবেলার কাছে, 
হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো নতুন করে বাঁচে।।
তোর ফেলে আসা আদুরে রোদ, আবদার মায়ের কাছে, 
ফিরে দেখ, তোর ফেলা জিনিস আজও তোরই আছে।।
তোর থামিয়ে রাখা কলম আজও তোর প্রতীক্ষায়, 
তোর হাত ধরেই আবার, এগিয়ে যেতে চায়।।
জ্যোৎস্না আকাশ, পূর্ণিমার চাঁদ, গল্প শোনায় তোকে,
রাশি রাশি কল্পনা রোজ, জড়িয়ে ধরে তোকে।
হাজার ব্যস্ততার মাঝেও দেখ, মিষ্টি রঙ মেখে,
নতুন জীবন নতুন দিনে, নতুন ভাবে ডাকে।।
আলোর মাঝে, ভিড়ের মাঝে, নিজেকে খুঁজিস আজও, 
পথ পেরিয়েও সেই পথের টানে, হৃদয় ব্যাকুল আজও।।
এ শহর ক্লান্ত বড্ড, চোখ ভেজায় রোজ
এ শহর চেনার ভিড়ে, মুখ লুকায় রোজ।
এ শহর জানার পরেও, বাহানা খোঁজে রোজ
এ শহর চেনা পথেও, পথ হারায় রোজ।
এ শহরে বৃষ্টি নামে, ভিজে না তো মাটি 
এ শহর সোনালি রঙের, সোনা নয় তো খাঁটি।।
আজও দেখ, তোর জন্যই, আলো জ্বলে ওঠে, 
 আজও দেখ, তোর জন্যই, বসন্তে পলাশ ফোটে।
আজও দেখ, তোর জন্যই, অন্ধকারে হাজার জোনাকি জোটে,
আজও দেখ, তোর চোখ আটকে আছে, সেই কালো কোটে।।
আজও দেখ, তোর মন অজান্তেই বৃষ্টি ভেজে,
আজও দেখ, তোর প্রিয় বই, অপেক্ষায়, তোরই খোঁজে।
আজও দেখ, তোর জন্যই, শান্ত পায়ে নামে সন্ধ্যে,
আজও দেখ, তোর মন আঁনচান, বাউল গানের গন্ধে।।
আজও দেখ, ভোরের সূর্য, তোর নাম ধরে ডাকে,
আজও দেখ, স্নিগ্ধ রাত, তোর অপেক্ষায় থাকে।
আজও দেখ, ধূসর আকাশ, তোর রঙের আশায়,
আজও দেখ, বর্ষার জল, তোর কাগজের নৌকা ভাসায়।।
তোর বর্তমান হার মানছে, তোর ছেলেবেলার কাছে
তপ্ত আগুন নিভে যাচ্ছে, ঘন বর্ষার মাঝে।।



.

©Bhagyasri Bistu চিঠি 

#WForWriters

চিঠি #WForWriters

loader
Home
Explore
Events
Notification
Profile