Nojoto: Largest Storytelling Platform
saminmolla5336
  • 8Stories
  • 1Followers
  • 35Love
    0Views

Samin Molla

  • Popular
  • Latest
  • Video
f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

করুন ভোর
                       মহঃ সামিন 
ভোর ;
আকাশের রং এখন ঘাসফড়িঙের দেহের মতো কমল নীল : 
চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। সূর্যের আবছা সোনালী বৃষ্টিতে চারিদিকে টলমল উজ্জল পরিবেশ তা যেন ময়ূরের খেলানো সবুজ নীল ডানার মতো।এখনো একটি তারা মিট মিট করছে কমল নীল উজ্জল আকাশে ;
তা যেন পাড়াগাঁয়ের গোঘূলি মদির মেয়েটির মতো অথবা সারারাত জেগে থাকা বাসর ঘরেরের সেই সুন্দরী নববধূর মতো তেমনি একটি তারা অশহায় রূপে রয়েছে এখনো আকাশে।শীতের রাতে শরীর কে ঊম রাখার জন্য দেশোয়ালীরা মাঠে যে আগুন জ্বলেছে মোরগ ফুলের মতো লাল আগুন ; শুকনো অশ্বতথ পাতা দুমড়ে মুচড়ে এসেছে তার রং কুঙকুমের মতো নেই আর। হয়েগেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।
সকালের আলোয় টলোমলো শিশির ভেজা চারিদিকের বন ও আকাশ ,
ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝলমল করছে।

ভোর ;
একটি সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে - বাঁচিয়ে সারারাত সুন্দরী বন থেকে অর্জুনের বনে সেই সঙ্গ হীন তার টির মতো। 
ভোরের শিশিরে ভেজা কচি বাতাবি লেবুর মত সবুজ সুগন্ধি ঘাস ছিড় ছিড়ে খাচ্ছে আর নীজ  মনে উৎসাহিত হয়ে আগিয়ে চলল নদীর তীক্ষ্ণ জলস্রোতের দিকে‌।
পৃথিবীতে পড়ন্ত সূর্যের কোমল সোনালী বৃষ্টির মতো হরিনীকে চমক লাগিয়ে দিতে সারারাত ঘুরে চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে ভোরের আলোয় নদীর তীক্ষ্ণ জলস্রোতে 
নিজেকে ম্লান করে দিল ।
হঠাৎ একটা বিকট শব্দ তার পর নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে উঠলো।আগুন জ্বলল কচি হরিণের মাংস তৈরি হয়ে এল ;
নক্ষত্রের নিচে শিশির ভেজা ঘাসের উপর আস্তরন তৈরি করে  অনেক পুরানো   গল্পের সহিত হরিণের মাংস আস্বাদ করা হলো ; 
সিগারেটের ধোঁয়া ; 
টেরিকাটা কয়েকটা মানুষের মাথা ; 
এলোমেলো কয়েকটা বন্দুক - হিম - নিস্পন্দ নিরপরাধ ঘুম। #HopeMessage
f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

করুন ভোর
                       মহঃ সামিন 
ভোর ;
আকাশের রং এখন ঘাসফড়িঙের দেহের মতো কমল নীল :
চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। সূর্যের আবছা সোনালী বৃষ্টিতে চারিদিকে টলমল উজ্জল পরিবেশ তা যেন ময়ূরের খেলানো সবুজ নীল ডানার মতো।
এখনো একটি তারা মিট মিট করছে কমল নীল উজ্জল আকাশে :
তা যেন পাড়াগাঁয়ের গোঘূলি মদির মেয়েটির মতো অথবা সারারাত জেগে থাকা বাসর ঘরেরের সেই সুন্দরী নববধূর মতো তেমনি একটি তারা অশহায় রূপে রয়েছে এখনো আকাশে।
শীতের রাতে শরীর কে ঊম রাখার জন্য দেশোয়ালীরা মাঠে যে আগুন জ্বলেছে মোরগ ফুলের মতো লাল আগুন ; শুকনো অশ্বতথ পাতা দুমড়ে মুচড়ে এসেছে তার রং কুঙকুমের মতো নেই আর। হয়েগেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।
সকালের আলোয় টলোমলো শিশির ভেজা চারিদিকের বন ও আকাশ ,
ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝলমল করছে।

ভোর ;
একটি সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে - বাঁচিয়ে সারারাত সুন্দরী বন থেকে অর্জুনের বনে সেই সঙ্গ হীন তার টির মতো। ভোরের শিশিরে ভেজা কচি বাতাবি লেবুর মত সবুজ সুগন্ধি ঘাস ছিড় ছিড়ে খাচ্ছে আর নীজ  মনে উৎসাহিত হয়ে আগিয়ে চলল নদীর তীক্ষ্ণ জলস্রোতের দিকে‌।
পৃথিবীতে পড়ন্ত সূর্যের কোমল সোনালী বৃষ্টির মতো হরিনীকে চমক লাগিয়ে দিতে সারারাত ঘুরে চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে ভোরের আলোয় নদীর তীক্ষ্ণ জলস্রোতে 
নিজেকে ম্লান করে দিল ।

হঠাৎ একটা বিকট শব্দ তার পর নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে উঠলো।
আগুন জ্বলল কচি হরিণের মাংস তৈরি হয়ে এল
নক্ষত্রের নিচে শিশির ভেজা ঘাসের উপর আস্তরন তৈরি করে  অনেক পুরানো   গল্পের সহিত হরিণের মাংস আস্বাদ করা হলো ; সিগারেটের ধোঁয়া ; 
টেরিকাটা কয়েকটা মানুষের মাথা ;
এলোমেলো কয়েকটা বন্দুক - হিম - নিস্পন্দ নিরপরাধ ঘুম। #HopeMessage
f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

আমি দেখি
                         মহঃ সামিন
কোমল সবুজ গাছ গুলো তুলে আনো বাগানে বসাও ,
আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া।
আর তার আনন্দ উপভোগ করা , গাছের সবুজ টুকু ভীষণ দরকার আরোগ্য নিরাময়ের জন্য ওই  
সবুজের ভীষণ দরকার।
গাছের সবুজ টুকু আমি গায়ে মেখে প্রকৃতির সঙ্গে মিলে যেতে চাই।
তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও।

বহুদিন জঙ্গলে কাটেনি দিন 
বহুদিন জঙ্গলে যাইনি। বহুদিন উপভোগ করিনি সবুজ গাছের সবুজ সৌন্দর্য।
বহুদিন শহরেই আছি , শহর থেকে বার হওয়া হয়নি । বহুদিন যাওয়া হয়নি জঙ্গলে , বহুদিন কাটেনি দিন সবুজ প্রকৃতির মাঝে।
বহুদিন শহরেই আছি , শহরেই করছি বাস শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।
তাই তো শহরে বহু প্রকারিত আরোগ্যের বাস।

তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি।
চোখ তো শুধু সবুজ চায় দেহ চায় সবুজ বাগান , আরোগ্য চায় সবুজ লতার রস ও দেহের মধ্যে থাকা ক্ষুদ্র প্রান টুকু চায় সবুজ বাগানে বাস।
তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি #CupOfHappiness
f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

আমি দেখি
                         মহঃ সামিন
কোমল সবুজ গাছ গুলো তুলে আনো বাগানে বসাও ,
আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া।
আর তার আনন্দ উপভোগ করা , গাছের সবুজ টুকু ভীষণ দরকার আরোগ্য নিরাময়ের জন্য ওই  
সবুজের ভীষণ দরকার।
গাছের সবুজ টুকু আমি গায়ে মেখে প্রকৃতির সঙ্গে মিলে যেতে চাই।
তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও।

বহুদিন জঙ্গলে কাটেনি দিন 
বহুদিন জঙ্গলে যাইনি। বহুদিন উপভোগ করিনি সবুজ গাছের সবুজ সৌন্দর্য।
বহুদিন শহরেই আছি , শহর থেকে বার হওয়া হয়নি । বহুদিন যাওয়া হয়নি জঙ্গলে , বহুদিন কাটেনি দিন সবুজ প্রকৃতির মাঝে।
বহুদিন শহরেই আছি , শহরেই করছি বাস শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।
তাই তো শহরে বহু প্রকারিত আরোগ্যের বাস।

তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি।
চোখ তো শুধু সবুজ চায় দেহ চায় সবুজ বাগান , আরোগ্য চায় সবুজ লতার রস ও দেহের মধ্যে থাকা ক্ষুদ্র প্রান টুকু চায় সবুজ বাগানে বাস।
তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি #CupOfHappiness
f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

আমি দেখি
                         মহঃ সামিন
কোমল সবুজ গাছ গুলো তুলে আনো বাগানে বসাও ,
আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া।
আর তার আনন্দ উপভোগ করা , গাছের সবুজ টুকু ভীষণ দরকার আরোগ্য নিরাময়ের জন্য ওই  
সবুজের ভীষণ দরকার।
গাছের সবুজ টুকু আমি গায়ে মেখে প্রকৃতির সঙ্গে মিলে যেতে চাই।
তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও।

বহুদিন জঙ্গলে কাটেনি দিন 
বহুদিন জঙ্গলে যাইনি। বহুদিন উপভোগ করিনি সবুজ গাছের সবুজ সৌন্দর্য।
বহুদিন শহরেই আছি , শহর থেকে বার হওয়া হয়নি । বহুদিন যাওয়া হয়নি জঙ্গলে , বহুদিন কাটেনি দিন সবুজ প্রকৃতির মাঝে।
বহুদিন শহরেই আছি , শহরেই করছি বাস শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।
তাই তো শহরে বহু প্রকারিত আরোগ্যের বাস।

তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি।
চোখ তো শুধু সবুজ চায় দেহ চায় সবুজ বাগান , আরোগ্য চায় সবুজ লতার রস ও দেহের মধ্যে থাকা ক্ষুদ্র প্রান টুকু চায় সবুজ বাগানে বাস।
তাই তো বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি #CupOfHappiness  মহঃ সামিন

#CupOfHappiness মহঃ সামিন

f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

মহঃ সামিন
                 ( বিপদ সংকটে )
মোরা গাঁয়ের লোক , সকালে ঘুম থেকে উঠিয়া মোরা যাই নিজ নিজ কাজে
ঠ্যানডা আবহাওয়া আর রোদ , বৃষ্টি ,ঝড়ে - মোরা কাজ করি একে অপরের তরে।‌ তাই নিয়েই মোদের আনন্দ মালা সংসার ‌।
মোদের নেই ব্যাথা , নেই কষ্ট , নেই যন্ত্রনা।
মোরা আছি  সুখে।
কিন্তু হঠাৎ একদিন দেখিনু মোদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু বিমানের ছায়া।
হায় মোরা আজ বুঝি বিধি মালার বিপদ সংকটে। 
আজ বুঝি মোদের আর রক্ষা নেই আজি মোদের বিনাশ ঘটিবে, কোথায় সেই রক্ষায়িত রক্ষিরা ,
যাদের মোরা এতদিন করিয়াছি অগাধ বিশ্বাস।
তারা বুঝি আজ ঘুমন্ত অথবা তার ও বুঝি আজ সামিল দিয়েছে তাদের সঙ্গে , যাদের মোরা আজ করিয়াছি ভয় । যাদের নেই কোন কমলতা, নেই কোন ভদ্রতা , আছে শুধুই অশ্লীলতা।
হায় মোরা আজ বুঝি বিধিমালার বিপদ সংকটে।
মোরা গাঁয়ের লোক মোরা ভাই ভাই এক সাথে মরিব তবু ও পালাতে রাজি নই।
করিব অন্যায়ের প্রতিকার তবু ও পিছতে  রাজি নই।
 এটাই হোক মোদের সংগ্রাম, এটাই হোক মোদের প্রার্থনা। #IndianArmy The very hard poem

#IndianArmy The very hard poem #story

f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

মহঃ সামিন
                 ( বিপদ সংকটে )
মোরা গাঁয়ের লোক , সকালে ঘুম থেকে উঠিয়া মোরা যাই নিজ নিজ কাজে
ঠ্যানডা আবহাওয়া আর রোদ , বৃষ্টি ,ঝড়ে - মোরা কাজ করি একে অপরের তরে।‌ তাই নিয়েই মোদের আনন্দ মালা সংসার ‌।
মোদের নেই ব্যাথা , নেই কষ্ট , নেই যন্ত্রনা।
মোরা আছি  সুখে।
কিন্তু হঠাৎ একদিন দেখিনু মোদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু বিমানের ছায়া।
হায় মোরা আজ বুঝি বিধি মালার বিপদ সংকটে। 
আজ বুঝি মোদের আর রক্ষা নেই আজি মোদের বিনাশ ঘটিবে, কোথায় সেই রক্ষায়িত রক্ষিরা ,
যাদের মোরা এতদিন করিয়াছি অগাধ বিশ্বাস।
তারা বুঝি আজ ঘুমন্ত অথবা তার ও বুঝি আজ সামিল দিয়েছে তাদের সঙ্গে , যাদের মোরা আজ করিয়াছি ভয় । যাদের নেই কোন কমলতা, নেই কোন ভদ্রতা , আছে শুধুই অশ্লীলতা।
হায় মোরা আজ বুঝি বিধিমালার বিপদ সংকটে।
মোরা গাঁয়ের লোক মোরা ভাই ভাই এক সাথে মরিব তবু ও পালাতে রাজি নই।
করিব অন্যায়ের প্রতিকার তবু ও পিছতে  রাজি নই।
 এটাই হোক মোদের সংগ্রাম, এটাই হোক মোদের প্রার্থনা। #IndianArmy
f8b476aa8f32f3313a25416bb731686e

Samin Molla

মহঃ সামিন  
                     ( হায় তারা অশহায় )
  
একদিন সকালে ঘুম থেকে উঠিয়া আমি দেখিনু
আমার চারিদিকে কুয়াশায় ভরা।
আরো দেখিনু চারিদিকের সবুজ গাছ-পালা, আর তাহার পাতা থেকে ঝরিয়াছে ছোট্ট ছোট্ট জল কনা।
আরো শুনি চারিদিকে পাখি দের কলরব।
আবারও শুনি কিছু অশ্রু ঝরা কান্নার আওয়াজ,
তাহা শুনিয়া আমি সকালের শিশির ভেজা তৃণ মাড়াইয়া ছুটিয়া গিয়াছি সেখানে ।
গিয়া দেখিনু দরজার সামনে শুয়ে আছে- আমাদেরপাশের বাড়ির রুমা ।
হায়! সেজে নিস্তব্ধ তাহার উপরে শুপে দেওয়া হয়েছে একটি মাত্র সাদা থান।
আর তাহার চারিদিকে কলরব করিয়াছে তাহার ছোট্ট ছোট্ট ভাই,বোন  আর গাঁয়ের আত্মিয়- স্বজন।
কিছু সময় পর তাহাকে দাফন করিয়া ঘরে ফিরিয়াছে তাহার আত্মিয় স্বজন, ও ছোট্ট ছোট্ট ভাই বোন।
হায় এখন যে তারা অসহায় ! 
যাদের নেই বাবা, নেই মা ছিল একটি মাত্র দিদি।
সেটাও হারিয়েছে তারা।
এখন তারা যে অশহায় তাদের শান্তনা দেওয়ার মতো আজ  তাদের পাশে আর -
কেউ নাই ।
তারা অনাথ , তারা আশহায় তাদের মাথায় উপর নেইকো ছাদ । কোনো রকমে বেঁচে থাকার জন্য রয়েছে একটি মাত্র ভাঙা জীর্ণ কুঠির ।
সেখানে থেকেই তারা দুঃখে, কষ্টে , ও বেদনার সাথে দীন জাপন করে ও রাতের চাঁদ ও ঊষার রবি উপভোগ করে।
    হায় তারা আশহায়। Samin Molla

Samin Molla


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile