Find the Latest Status about tallest cricketer from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, tallest cricketer.
BANGLE TIMES
ভারতীয় ক্রিকেটারের মায়ের রহস্যমৃত্যু, ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল বাড়িতে, উঠছে খুনের অভিযোগ রহস্যজনক মৃত্যু হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলার মা মালা অশোকের। পুনের প্রভাত রোডে নিজের বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ পাওয়া গিয়েছে শুক্রবার। পুলিশ জানিয়েছে, নিজেই নিজেকে আঘাত করেছেন মালা। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রহস্যজনক মৃত্যু হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলার মা মালা অশোকের। পুনের প্রভাত রোডে নিজের বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ পাওয়া গিয়েছে শুক্রবার। পুলিশ জানিয়েছে, নিজেই নিজেকে আঘাত করেছেন মালা। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তাঁর মৃত্যুর ধরন নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ©BANGLE TIMES #Cricketer #Mother_Killed