Find the Latest Status about arvind from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, arvind.
BANGLE TIMES
‘ইন্ডিয়া’কে ‘না’ করে দিলেন অরবিন্দ কেজরীওয়াল, দিল্লির বিধানসভা নির্বাচনে একা লড়বে আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়া’র শরিক হয়েছিল অরবিন্দ কেজরীওয়ালের দল। কিন্তু একটি আসনও জিততে পারেনি তারা। এ বার বিধানসভা ভোটে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তাতে একাই লড়বে শাসকদল আম আদমি পার্টি। রবিবার এমনটাই ঘোষণা করে দিলেন দলের সর্বময় নেতা অরবিন্দ কেজরীওয়াল। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটের সঙ্গে থাকছে না আপ। অর্থাৎ, সব ক’টি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়া’র শরিক হয়েছিল আপ। কিন্তু তাতে লাভ হয়নি। লোকসভায় আপের ভরাডুবি হয়েছে খাস দিল্লিতেই! সব আসনেই বিজেপি জিতেছে। এ বার বিধানসভা নির্বাচনের মুখে জোটে না থাকার কথা ঘোষণা করে দিলেন কেজরী। ফলে মনে করা হচ্ছে, আরও এক বার ধাক্কা খেল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ©BANGLE TIMES #Arvind_Kejriwal
puja udeshi
#RadheGovinda #pujaudeshi Neeti arvind bhanwra ambala. India Pooja Sharma Neha verma
read more