Find the Latest Status about women status in bangladesh from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, women status in bangladesh.
BANGLE TIMES
১৪ হাসপাতালের নামবদল বাংলাদেশে, মুজিবুর, হাসিনাদের স্মৃতি মুছে দিল ইউনূসের সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১৪টি হাসপাতালের নাম বদলে ফেলেছে। বেশিরভাগের সঙ্গেই যুক্ত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নাম। নামবদলের পর সেগুলি মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের জাতীয় দিবসের তালিকা থেকে আগেই বাদ গিয়েছে আটটি দিন। যার সিংহভাগই ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের স্মৃতিতে। এ বার বাংলাদেশের ১৪টি হাসপাতালের নাম বদলে ফেলল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রেও কোনওটির নামের সঙ্গে জড়িত ছিল হাসিনার প্রয়াত পিতা মুজিবর রহমানের নাম। কোনওটিতে যুক্ত ছিল স্বয়ং হাসিনার নাম। রবিবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তিতে ১৪টি হাসপাতালের নাম পরিবর্তনের কথা জানানো হয়েছে। ©BANGLE TIMES #Bangladesh
BANGLE TIMES
ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন, বাংলাদেশের রাজনীতিতে কি থাকবে একটিই দল? বাংলাদেশের জাতীয় পার্টির নেতা-কর্মীদের দাবি, ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক এবং জনতার ব্যানার নিয়ে এক দল লোক তাঁদের দফতরের সামনে হাজির হন। তার পর দফতরে আগুন ধরিয়ে দেন। ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার অভিযোগ উঠল। হামলার পর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় পার্টির নেতা-কর্মীদের দাবি, ফ্যাসিবাদ-বিরোধী ছাত্র, শ্রমিক এবং জনতার ব্যানার নিয়ে একদল লোক তাঁদের দফতরের সামনে হাজির হন। তার পর দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও ওই সংগঠনের পাল্টা দাবি, তাঁদের উপরেই আগে হামলা চালানো হয়েছিল। জাতীয় পার্টির দফতরে এই হামলার পরেই সে দেশের রাজনৈতিক শিবিরগুলিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি তবে এ বার ‘একদলীয় গণতন্ত্র মডেল’ প্রতিষ্ঠিত হতে চলেছে? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বার বার সে দেশে আক্রান্ত হয়েছে তাঁর দল আওয়ামী লীগ। সেই দলের ছাত্র শাখা ‘ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। ©BANGLE TIMES #Dhaka #Bangladesh
BANGLE TIMES
দুর্গাপুজোয় চার কোটি টাকা বরাদ্দ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, নিরাপত্তাতেও বাড়তি নজর স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, পুজোয় নিরাপত্তার জন্য সাময়িক ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ হবে। সময় ভাগ করে তাঁদের দায়িত্ব বণ্টন করা হবে। পদ্মাপারের দুর্গাপুজো শান্তিপূর্ণ ভাবে আয়োজন করতে পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। পুজোর সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ভাবে বজায় রাখা হবে, কী ভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা নিয়ে মঙ্গলবার বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকে একটি বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মন্দির কমিটিগুলির জন্য এ বার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে। যা পূর্ববর্তী বরাদ্দের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন তিনি। ©BANGLE TIMES #Bangladesh
Schizology
Women They are wonderful And they are nice They are beautiful And they entice They give love And they give care They give trust And they are fair They make the meals They do the chores They give advice And they open doors They are witty And they are real They are pretty And hearts they steal They are so kind After a long day Help you unwind And take stress away They guard their turf And they are pure We know their worth And they are our cure I can't be more direct They are priceless They deserve respect And nothing less ©Schizology Women #Women #poem✍🧡🧡💛 #RESPECT poetry in english