Nojoto: Largest Storytelling Platform

Best অন্য Shayari, Status, Quotes, Stories

Find the Best অন্য Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 25 Followers
  • 91 Stories

Anjali Das Gupta

নিস্তব্ধ (misti_madhu)

#ভালোবাসা #মানুষ #অন্য #কেউ #SAD #Love #alone #নিস্তব্ধ #misti_madhu #LostInNature

read more
একদিন তুমি যে মানুষটির কাজ
ভালোবেসে নিজহাতে করে দিতে ,
আজ সেই মানুষটিই 
তার জীবনে আসা নতুন মানুষটির 
অনেক কাজ করে দেয় নিজহাতে।

বি. দ্র: সময় সব মানুষকেই বদলাতে সক্ষম,
তবে কেউ কেউ
অনেক কিছু হারিয়ে ফেলার পর বদলায়।

©নিস্তব্ধ (misti_madhu)
  #ভালোবাসা #মানুষ #অন্য #কেউ #SAD #Love #alone #নিস্তব্ধ #misti_madhu 

#LostInNature

Dwaipayan Chatterjee

#অন্য মা

read more

নিস্তব্ধ (misti_madhu)

#আমি#খেয়ালে#অন্য কারো#চায় অন্য কেও#জীবন#বাস্তবতা#সত্যতা

read more
আমি খেয়ালে থাকি অন্য কারোর,
আমাকে ভাবে অন্য কেউ
আমি কপালে আছি অন্য কারো
আমাকে চায় অন্য কেউ। #আমি#খেয়ালে#অন্য কারো#চায় অন্য কেও#জীবন#বাস্তবতা#সত্যতা

kutti

#তোমার#অভাব#অন্য#কারো নয়

read more
আমার শুধু
 তোমার অভাব,
অন্য কারো নয়।। #তোমার#অভাব#অন্য#কারো নয়

না বলা কথা❤

#অন্য বসন্ত #না বলা কথা কবিতা : অন্য বসন্ত রচনা ও কন্ঠ :স্নেহা

read more

sanjukta paul

#অন্য অনুভূতি

read more

SREYAN ROY

read more
DD SIR এর বাড়ির পিছনের এই জায়গাটার পরিচয় আমাদের কাছে শুধু গ্যাস গোডাউন হিসেবে নয় , এটা আমাদের অফিসিয়াল toilet zone। এই একটা জায়গার সঙ্গে কত কথা জড়িয়ে আছে তার ঠিক নেই। যদি সব কথা বলতে হয় তবে বোধ হয় পুরো একটা বই হয়ে যাবে। তবুও কিছু মেমোরেবল ঘটনার কথা তুলে ধরছি। প্রথম দিন পড়তে গিয়ে আমরা tmc পার্টি অফিসে এর পাশে ছোট কাজটা করতে যাই কিন্তু লোকজন হকি স্টিক বাট নিয়ে তাড়া করায় অন্য জায়গা খুঁজতে হয়। তারপর আমরা যাই পুকুরপাড়ে। এখানেও কুকুরের তাড়া খেয়ে আমাদের পালাতে হোয়। তারপর লাস্ট অপশন হিসেবে আমরা গ্যাস গোডাউন এর সামনে যাই। আর এটাই হয়ে ওঠে আমাদের Hustle ground। গল্প শুরু করি আমাদের পাল মশাই কে দিয়ে। এই ছেলে টাকে আমি কত ভাবে নির্যাতন করেছি আখন ভাবলে নিজের কষ্ট হয়। 
আমরা প্রতিদিন toilet করা র সময় অন্য কে খোচাতাম । অরিন্দম এটা পছন্দ করত না , ফল স্বরূপ আরো বেশি করে ওকে খোচাতাম। একদিন মাফিয়া ওকে পিছন দিয়ে সবে খোঁচা মারতে যাবে হঠাৎ অরিন্দম ঘুরে গিয়ে ওকে তাড়া করে। আমি মজা দেখেছিলাম হঠাৎ দেখি আমার দিকে ছুটতে ছুটতে আসছে, আমার উপায় ছিল না , শেষ পর্যন্ত একটা ঘুষি পালবাবু কে মারতেই হলো। গুষি খেয়ে পালবাবু কিছুক্ষন এর জন্য বসে পড়েছিল । উঠে কিছুটা শান্ত হয়ে পালবাবু মাফিয়া কে ইংলিশ এ কিসব বলল , তারপর  খোড়াতে খোড়াতে চলে গেলো, সেইসব কথার একটাই আমাদের মাথায় ঢুকে ছিলো "YOU ARE NOTHING FOR ME"।
এর একটা ঘটনার কথা মনে পড়ছে, একবার পালবাবুর সঙ্গে আমার ঝগড়া হয় দুজনেই অধালা ইট তুলে নি। কিন্তু বাকিরা এসে আমাদের শান্ত করে আর ইট ফেলে দিতে বলে । পালবাবু তখন ই ইট ফেলে দায় এর toilet korte jay, anake debam DD sir er বাড়ির দিকে নিয়ে যায় , আমার হতে ইটটা তখন ও ছিল , দেবাম সেটা ফেলে দিতে বলে , আমিও পিছন এ ছুড়ে ফেলে দিলাম । হঠাৎ দেখি অরিন্দম চিৎকার  করছে , আমি আর গেলাম না স্যার এর বাড়ি চলে এলাম , কিছুক্ষন পরে পালবাবু দেখি  খোড়া তে খোড়া তে আসছে । এসেই একটা বেঞ্চ তুলে আমাকে মারতে গেলো , আমি তো হতবাক, বাকিরা কোনো মতে ঠকালো । পরে মাফিয়া আমাকে বলেছিল পালবাবু যখন গান গাইতে গাইতে ছোট কাজ করছিল তখনই কথেককে একটা পাথর এসে ওর midile স্ট্যাম্প উড়িয়ে দিয়েছে , তখন আমি বুজলাম যে ইট টা আমি ছুড়ে মেরেছিলাম সেটা দুটো পাঁচিল টপকে পুরো ঠিক জায়গাতে লেগেছে।
পাল মশাই রক্ত দেখে ভয় পেত, একবার আমার কাচে হাত কেটে যায়, পাল মশাই ভয় পাচ্ছে দেখে সেই রক্তাক্ত হাত নিয়ে যন্ত্রণা উপেক্ষা করে পাল বাবু কে তারা করি।
সর্দারজি ও একবার " BALLS OF STEEL" উপাধি পেছিল , সেই ঘটনাটা একবার বলা দরকার। সর্দারজি র সঙ্গে একবার লড়তে লড়তে সর্দারজি গায়ের উপর পড়ে যাই, হাঁটু টা গিয়ে লাগে পুরো বল এর উপর। কিন্তু টা সত্তও সর্দর জি উঠে দাড়িয়ে শুধু কোমর ডলতে ডলতে চলে যায়।
আরো প্রচুর ঘটনা আছে , এগুলো তো শুধু তার কয়েকটার নমুনা, আগেই বলেছি সব বলতে গেলে বই লিখতে হবে। সর্দারজি র ট্রাক এর উপর মূত্র বিসর্জন করা , ভূতের গান, কুকুরের সঙ্গে 
লড়াই, মাফিয়ার আশীর্বাদ ,সব বলে শেষ হবে না । আজ সবাই বিভিন্ন জায়গায় রোয়েছে , কিন্তু আজও DD SIR ER BARIR SEI সন্ধ্যা সাতটার কথা মনে পড়ে।।।

Hasnayen Ornil

#আবদার

read more
🌸
বৃষ্টি হয়ে পরবে বলে,অধীর অপেক্ষায় থাকি,
তোমার নামে প্রদীপ জ্বলীয়ে মনের মাঝে রাখি,
বৃষ্টি আসে কিন্তু তোমায় আর খুঁজে পাইনা,
অপেক্ষার প্রহর আমার যে শেষ হয় না,
আজ অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখো, 
আমায়তো আজ ভুলেই গেছো,
ভুল না হয় ছিলাম তোমার আমি,
আমার পরিস্ফুটিত ভালোবাসা ছিলে তুমি,
কষ্ট পেতে শিখিয়েছো যখন ভুলে যাওয়াটাও শিখাতে,
অন্য কাউকে ভালোবাসো তা বলেই না হয় হারাতে। #আবদার

Nurul Hasan

#অন্য গল্প।

read more
loader
Home
Explore
Events
Notification
Profile