Find the Best US_Presidential_Election_2024 Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about
BANGLE TIMES
যুদ্ধ নয়, শান্তি চান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী, তবে ট্রাম্পের নজর ইউক্রেনে, কমলার নিশানায় গাজ়া বুধবার ফিলাডেলফিয়ায় ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টস’ (এনএবিজে) -এর সভায় কমলা বলেন, ‘‘আমরা চাই অবিলম্বে ইজ়রায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হোক।’’ ত প্রথম জন বললেন, ‘‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।’’ দ্বিতীয় জনের মন্তব্য ‘‘প্যালেস্টাইনের গাজ়া ভূখণ্ড যদি ইজ়রায়েল গায়ের জোরে দখল করতে চায়, তা কোনও ভাবেই সমর্থন করব না।’’ ©BANGLE TIMES #US_Presidential_Election_2024
#US_Presidential_Election_2024
read moreBANGLE TIMES
ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেললেন কমলা হ্যারিস! নাম ঘোষণার আগেই জানাল জনমত সমীক্ষা ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে গোড়া থেকেই বাকিদের তুলনায় এগিয়ে ছিলেন কমলা। বাইডেন নিজে তাঁর নাম প্রস্তাব করেছেন। এখনও আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেনি ডেমোক্র্যাটিক পার্টি। কিন্তু জনপ্রিয়তার বিচারে ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ভোট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেলেন কমলা হ্যারিস! গত সোম এবং মঙ্গলবার রয়টার্স-ইপসোসের তরফে যে জনমত সমীক্ষা চালানো হয়েছিল, তার ফল বলছে আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। ©BANGLE TIMES #US_PRESIDENTIAL_ELECTION_2024
#US_Presidential_Election_2024
read moreBANGLE TIMES
প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন, ডেমোক্র্যাটদের নতুন পদপ্রার্থী কে? ৮১ বছর বয়সি বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিলই। তা সত্ত্বেও এ বারে তাঁকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়েছিল। তবে কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়ার পরেই তাঁকে প্রার্থিপদ থেকে সরানোর দাবি জোরালো হয়। মাত্র চার মাস পরেই নির্বাচন আমেরিকায়। তার আগেই প্রেসিডেন্টের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জো বাইডেন। দেশবাসীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এই কথা জানিয়েছেন বাইডেন। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনি। নভেম্বরের নির্বাচনে তাঁরই লড়ার কথা ছিল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বাইডেন সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত বলে ইঙ্গিত দিয়েছেন। দলের তরফ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি। কমলা ছাড়াও দৌড়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও। ©BANGLE TIMES #US_Presidential_Election_2024
#US_Presidential_Election_2024
read moreBANGLE TIMES
বাইডেন-ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্ক বৃহস্পতিতে, পরস্পরকে কী ভাবে বিঁধবেন দুই প্রতিদ্বন্দ্বী? তাৎপর্যপূর্ণ ভাবে আটলান্টার ওই ৯০ মিনিটের বিতর্ক সভায় কোনও শ্রোতা উপস্থিত থাকবেন না। যুযুধান দুই প্রতিদ্বন্দ্বীর বক্তৃতায় ক্ষেত্রেও ‘কড়া সময়সীমা’ থাকবে। হাড্ডাহাড্ডি হতে পারে ‘রিম্যাচ’। আমেরিকার প্রেসিডেন্ট ভোট নিয়ে এমনই পূর্বাভাস বিভিন্ন জনমত সমীক্ষায়। এই পরিস্থিতিতে প্রথা মেনে আগামী ২৭ জুন আটলান্টায় প্রথম বার মুখোমুখি বিতর্কে অংশ নিতে চলেছেন দুই প্রতিদ্বন্দ্বী— বর্তমান প্রেসিডেন্ট, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ©BANGLE TIMES #US_Presidential_Election_2024
#US_Presidential_Election_2024
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited