Nojoto: Largest Storytelling Platform

ইজ়রায়েলকে সুরক্ষা দিতে পাশে দাঁড়ালেও ইরানের সঙ্গ

ইজ়রায়েলকে সুরক্ষা দিতে পাশে দাঁড়ালেও ইরানের সঙ্গে শত্রুতা চায় না আমেরিকা’, দাবি ব্লিঙ্কেনের

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র বিমানহানা চালিয়েছিল ইজরায়েল। তার ‘জবাবে’ শনিবার গভীর রাতে ইজ়রায়েলে ড্রোন হামলা করেছে ইরান।


ইরানের সঙ্গে শত্রুতা বাড়াতে চায় না আমেরিকা। তবে ইজ়রায়েলের উপর যদি ইরান হামলা চালায়, তবে তাদের রক্ষা করার নীতি থেকে ওয়াশিংটন সরবে না বলে জানিয়ে দিলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার তিনি বলেন, ‘‘আমরা অশান্তি চাই না। তবে আমরা ইজ়রায়েলের প্রতিরক্ষা এবং ওই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষায় তৎপরতা অব্যাহত রাখব।’’

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র বিমানহানা চালিয়েছিল ইজরায়েল। তার ‘জবাবে’ শনিবার গভীর রাতে ইজ়রায়েলে ড্রোন হামলা করেছে ইরান। প্রায় ২০০টি ড্রোন ছোড়া হয়েছিল ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে। যদিও ইজ়রায়েলে পৌঁছনোর আগেই আকাশপথে অধিকাংশ ড্রোন ধ্বংস করে দিয়েছে ইজ়রায়েল এবং আমেরিকার বাহিনী।

©BANGLE TIMES
  #Iran_Israel_Conflict