Nojoto: Largest Storytelling Platform

বাবা বাবা তুমি সিগারেট খেতে তোমাকে কোনদিনও বলতে

 বাবা 
বাবা তুমি সিগারেট খেতে
তোমাকে কোনদিনও বলতে পারিনি 
বাবা সিগারেট খেয়ো না ।
কোনদিন জিজ্ঞাসা করিনি বাবা তোমার মাইনা কত ?
ভাগ্নিকে বলতাম
তোমার দাদুকে সিগারেট কমাতে বলো,
তার কথা রাখত নাতনি বলে।
ততক্ষণে বিছানার চাদর জামা সমস্ত কিছু থেকে এক অসহ্য গন্ধ বের হতো, 
মনে মনে ভাবতাম হয়তো বাবাকে কোনদিন লানস ক্যান্সার ধরে নেবে
সত্যি তাই হল সময়ের আগে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন।
ইচ্ছে ছিল আমার ছেলেটা তার দাদুকে বাইকে নিয়ে ঘুরে বেড়াবে
না, স্বপ্নটা সত্যি হলো না
আমার মেয়ের বিয়েতে আনন্দ করবে।
না, সত্যি হলো না ক্যান্সারে কেড়ে নিল বাবাকে।
বাবা তুমি যেখানে থাকো ভালো থেকো
ইচ্ছে ছিল জগন্নাথের পুরী যাওয়ার।
মাকে নিয়ে গেলাম তুমি ছিলে না l
জগনাথ মন্দিরের ঢুকেও তোমাকে স্মরণ নিলাম
দূর থেকে দেখোছি আশা করি
মনে মনে প্রণাম করলাম বাবা তুমি ভালো থেকো।

©Nishit Mandal
  #WorldCancerDay #cancer #Kobita  #poatry #Nishit #najoto