Find the Best কবিতা Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutকবিতা, বাংলা_কবিতা, কবিতা_আবৃত্তি, রাতের_কবিতা, অনুকবিতা,
Tandra Majumder Nath
জীবন তরী #poetryunplugged #কবিতা #আবৃত্তি #পদ্য poetry #poem #recite #recitation #Bengali #Tandra
read moreTandra Majumder Nath
White আমি যদি রাজকুমারী হতাম, তবে আমার নাম কি হোত? তোমরা আমায় কি নামে ডাকতে? আড়ালে আবডালে কি নিন্দে করতে? রূপ দেখে যা খুশি নাম দিতে নাকি আমার মন বুঝে নতুন কোন নামকরণ করতে? জানতে ইচ্ছে হয় বড্ড। যদি আমি রাজকুমারী হতাম তবে কি আমায় আরও বেশি ভালোবাসতে? নাকি এড়িয়ে যেতে বিত্তশালী বলে। আমি জানি তখন কেউ বা আমায় নাম দিতে তন্দ্রাহারিণী, কেউ বা বলতে লাস্যময়ী নইলে বলতে মেঘবরণ চুল আর দুধে আলতা গরণ। কেউ বা বলতে আদরিণী নইলে বলতে নেকু। কেউ বা হারাতে চোখের মায়ায়, কেউ বা চুলের গন্ধে৷ কেউ বা ঠোঁটের কোণে আবার কেউ বা হাসির ফোয়ারায়। আমি জানি অনেকে অনেক নাম দিতে আমায়। তবু জানতে চাই কি নামে ডাকতে আমায় যদি আমি রাজকুমারী হতাম। আর যদি বা এড়িয়ে যেতে তবেই বা কেন এমন করতে? তখনও কি এমন করেই আমার আমিত্ত কে না বুঝেই ভুল সব শব্দচয়ন করতে আমার জন্য। বড় ইচ্ছে হয় রাজকুমারী হতে। বলো দেখি কি নাম দিতে আমার? ✍️ তন্দ্রা মজুমদার নাথ ©Tandra Majumder Nath যদি রাজকুমারী হতাম #Sad_shayri #কবিতা #পদ্য #তন্দ্রা
যদি রাজকুমারী হতাম #Sad_shayri #কবিতা #পদ্য #তন্দ্রা
read moreTandra Majumder Nath
ফেরার সময় #MereKhayal #কবিতা #আবৃত্তি #পদ্য #poem poetry #Tandra love #copied
read moreTandra Majumder Nath
White প্রেমহীন ভালবাসা প্রেমহীন ভালবাসা সুখের আশ্বাসে দীর্ঘ সংগমে রাত্রি জাগরণ শেষে ক্লান্ত আঁখি খুঁজে ফেরে আবারও সুখের প্রদীপ হৃদয়ে প্রেম নেই শুধুই ভালবাসা, ক্ষণিকের জ্বালা-দ্বীপ। প্রেম হীন দীর্ঘ রজনি চাই না, চাই না চোখ ধাঁধানো আলোর ঝিলিক স্বচ্ছ স্রোতস্বিনী জলের ন্যায় অবগাহনের জল চাই, হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ হোক না কয়েক পলক হোক কিছু সময় তবুও প্রেম থাকুক বেঁচে লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।। সংগৃহীত ©Tandra Majumder Nath #weather_today #কবিতা #সংগৃহীত #Poem
#weather_today #কবিতা #সংগৃহীত #poem
read moreTandra Majumder Nath
White ফিরে যাওয়ার আগে আরও একবার নিশীথের সবটুকু দর্শন মস্তিষ্কে মেখে, আমি হেঁটে যাচ্ছি মরিচিকার দিকে। সামনে দৃশ্যমান হয়ে আছে আমাদের অসমবয়সী স্মৃতি; আমি একটা সস্তিপুর্ণ জীবন চেয়েছিলাম অতঃপর জানা গেলো জীবন মানেই থিয়েটার আলো-আঁধারির খেলা। সামনেই সাহারা, চোরাবালি, ধুধু তেপান্তর পেরোলেই তুমি অথচ আমি কিংবা তুমি একটা বিন্দুতে জুড়ে আছি। মরিচিকার জীবন নয়, আমাকে নিয়ে চলো সেইসব দিনের কাছে যেখানে চোখ মেললেই তুমি, ঘুমের আঁচল জুড়ে মেঘেদের বসবাস, মেঠোপথ, সূর্যমুখীর সংসার কিংবা পথ ভোলা নদী। আমাকে নিয়ে যাও সেইসব জীবনের কাছে যে জীবনে তুমিহীণ চোখ বন্ধ করে ফের চোখ খুললেই, মৃত্যু সামনে দাঁড়িয়ে বলবে- চল তোর ফেরার সময় হয়ে গেছে! #অভিমানী 🌸 ©Tandra Majumder Nath #Sad_shayri #কবিতা #পদ্য #লেখনী
#Sad_shayri #কবিতা #পদ্য #লেখনী
read moreTandra Majumder Nath
কিছু কিছু মানুষ #poetryunplugged ভিডিও ছবি #কবিতা #আবৃত্তি #পদ্য #poem poetry #recite #recitation #Tandra
read moreshahanz khan kobi
White মাস্টার, নেতাগনের, ময়দানে স্টেজে সেমিনারের, হায়রে বুলি সততার, অন্দরমহলে তাদের পুরাটাই অসততা ©shahanz khan kobi #love_shayari
The Aghori
White মনে করি ফেলে আসা যন্ত্রণা আবেগ নিয়ে আর কোনো দিন খেলবো না সেগুলো সাজিয়ে রাখবো মনের কোনো এক ফাঁকা অংশে তবু বার বার কেনো জানি না মন সেগুলো ভেবে যন্ত্রণা পেতে ভালোবাসে । ©The Aghori #sad_shayari