Nojoto: Largest Storytelling Platform

নবান্ন হাই কোর্ট দেখাতেই পাল্টা বিবৃতি চিকিৎসক সংগ

নবান্ন হাই কোর্ট দেখাতেই পাল্টা বিবৃতি চিকিৎসক সংগঠনের, ‘আইন মেনেই করা হবে দ্রোহের কার্নিভাল’

রবিবারই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ইমেল পাঠিয়েছেন চিকিৎসক সংগঠনকে। অনুরোধ জানিয়েছেন ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার জন্য। হাই কোর্টের নির্দেশের কথাও ইমেলে উল্লেখ করেছেন তিনি।

মুখ্যসচিব মনোজ পন্থ মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা বলেছেন ডাক্তারদের। ওই একই দিনে কলকাতায় পুজোর কার্নিভালও রয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে ‘দ্রোহের কার্নিভাল’ থেকে বিরত থাকার জন্য বলেছে রাজ্য সরকার। মুখ্যসচিবের সেই ইমেলের পরই এ বার বিবৃতি দিল সিনিয়র ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’। মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ না করার জন্য সরকারের বার্তাকে ‘হতাশাজনক’ বলেই মনে করছে চিকিৎসক সংগঠন। মুখ্যসচিবের পাঠানো ইমেলে ১১ অক্টোবর হাই কোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ ছিল। তবে চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন, আইনের সীমার মধ্যে থেকে এবং হাই কোর্টের পর্যবেক্ষণ মেনেই তাঁদের লড়াই জারি থাকবে।

©BANGLE TIMES #Junior_Doctors_Fasting
নবান্ন হাই কোর্ট দেখাতেই পাল্টা বিবৃতি চিকিৎসক সংগঠনের, ‘আইন মেনেই করা হবে দ্রোহের কার্নিভাল’

রবিবারই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ইমেল পাঠিয়েছেন চিকিৎসক সংগঠনকে। অনুরোধ জানিয়েছেন ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার জন্য। হাই কোর্টের নির্দেশের কথাও ইমেলে উল্লেখ করেছেন তিনি।

মুখ্যসচিব মনোজ পন্থ মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা বলেছেন ডাক্তারদের। ওই একই দিনে কলকাতায় পুজোর কার্নিভালও রয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে ‘দ্রোহের কার্নিভাল’ থেকে বিরত থাকার জন্য বলেছে রাজ্য সরকার। মুখ্যসচিবের সেই ইমেলের পরই এ বার বিবৃতি দিল সিনিয়র ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’। মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ না করার জন্য সরকারের বার্তাকে ‘হতাশাজনক’ বলেই মনে করছে চিকিৎসক সংগঠন। মুখ্যসচিবের পাঠানো ইমেলে ১১ অক্টোবর হাই কোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ ছিল। তবে চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন, আইনের সীমার মধ্যে থেকে এবং হাই কোর্টের পর্যবেক্ষণ মেনেই তাঁদের লড়াই জারি থাকবে।

©BANGLE TIMES #Junior_Doctors_Fasting
bangletimes2800

BANGLE TIMES

New Creator
streak icon6