Nojoto: Largest Storytelling Platform

ব্রুনেই সফরে গিয়ে মোদী মসজিদ পরিদর্শনে, বুধে সুলতা

ব্রুনেই সফরে গিয়ে মোদী মসজিদ পরিদর্শনে, বুধে সুলতানের সঙ্গে বৈঠকের পর যাবেন সিঙ্গাপুরে

তিন দিনের সফরে ব্রুনেইয়ের পর সিঙ্গাপুরে যাবেন মোদী। দুই দেশের মধ্যে দীর্ঘ ৪০ বছরের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে পা রাখলেন।

মসজিদ পরিদর্শনে গিয়ে ব্রুনেই সফরের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দ্বীপরাষ্ট্রের বন্দর সেরি বেগাওয়ানের প্রখ্যাত ওমর আলি সইফুদ্দিন মসজিদে যান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান ব্রুনেইয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী পেহিন দাতো উস্তাজ হাজি আওয়াং বদরউদ্দিন এবং স্বাস্থ্যমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ ইশাম।

©BANGLE TIMES
  #PM_Modi #Brunei