Nojoto: Largest Storytelling Platform

যদি সব জানতে বলনি কেন সে কথা প্রথা ভেঙ্গে কিছুই তো

যদি সব জানতে বলনি কেন সে কথা
প্রথা ভেঙ্গে কিছুই তো করিনি আমি 
কিছু ভুলতে চেয়েছি, এই দোষ বুঝি? 
তুমিই বল না সবকিছু মনে রাখা যায়! 
যুদ্ধে জয় আর যুদ্ধে হার এ দুটো ছাড়া 
কিছুই তো মনে পড়ে না আর 
যুদ্ধের পরিধি কিন্তু খুব ছোট নয় লাবণ্য 
আশা, আকাঙ্খা, পাওয়া, না পাওয়া 
এগুলোই তো এক একটা যুদ্ধের অবয়ব 
মনে করে দেখ তুমিও এখনো ভোলনি সেসব
শুধু ভুলে গেছ কাকে দিয়ে ছিলে কথা 
দেখা হবে ফের আবার
ভুলে গেছ দিতে কেড়ে নেওয়া ভালো থাকার অধিকার
তাই বুঝি সব জানতে, লাবণ্য একটুও যদি বলতে 
মনের মধ্যে অসংখ্য রাত জড়ো করে 
ফের একটা ভোরের অপেক্ষা , এ শুধু তুমিই পার লাবণ্য

©Shankar Nath Upadhaya 
  #যদি জানতে

#যদি জানতে #কবিতা

107 Views