Nojoto: Largest Storytelling Platform

আবার খবরে সেই হাথরস, ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে তুম

আবার খবরে সেই হাথরস, ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে তুমুল হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১৬

হাথরসের রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি পড়ে যায়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যায় মানুষ জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।

খবরের শিরোনামে আবারও সেই হাথরস। উত্তরপ্রদেশের এই শহরে এ বার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অনেকের। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর সেই হাথরসের এক দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই হাথরসই আবার পদপিষ্টের ঘটনায় গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। আর তার সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় শতাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। রাত পর্যন্ত মৃতের সংখ্যা ১১৬। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

©BANGLE TIMES
  #Hathras