Nojoto: Largest Storytelling Platform

কেন্দ্রের হস্তক্ষেপে মণিপুরে পরিস্থিতির উল্লেখযোগ্

কেন্দ্রের হস্তক্ষেপে মণিপুরে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে’, বললেন প্রধানমন্ত্রী মোদী

বরং গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের সফরে মণিপুরে গিয়ে কী ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছিলেন, সে কথা তুলে ধরেছেন তিনি।


ঠিক আট মাস আগে লোকসভায় তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তৃতায় দাঙ্গাবিধ্বস্ত মণিপুরের পরিস্থিতিতে উন্নতি হচ্ছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার আবার সেই দাবি শোনা গেল তাঁর মুখে।

মোদী অসম ট্রিবিউন পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ভারত সরকারের সময়োচিত হস্তক্ষেপ এবং মণিপুর সরকারের প্রচেষ্টার কারণে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’’ যদিও গত বছরের জুলাই থেকে মণিপুরে গোষ্ঠীহিংসা শুরু হলেও কেন প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যে যাওয়ার প্রয়োজন অনুভব করেননি— বিরোধীদের তোলা এই প্রশ্নের জবাব দেননি তিনি। বরং গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের সফরে মণিপুরে গিয়ে কী ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছিলেন, সে কথা তুলে ধরেছেন তিনি।

©BANGLE TIMES
  #Manipur