Nojoto: Largest Storytelling Platform

দেশের জন্য ইস্তাহার হলেও বাংলাকে কি বিশেষ গুরুত্ব!

দেশের জন্য ইস্তাহার হলেও বাংলাকে কি বিশেষ গুরুত্ব! ‘মোদীর গ্যারান্টি’-র ছত্রে ছত্রে রাজ্যে নজরের ছাপ

মোদীর গ্যারান্টিই হয়ে গিয়েছে বিজেপির ইস্তাহার। আর প্রচারে যেমন বাংলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি তেমনই ইস্তাহারেও গুরুত্ব পেয়েছে বাংলা। আলাদা করে উল্লেখ না থাকলেও ইঙ্গিত স্পষ্ট।


পয়লা বৈশাখে প্রকাশিত হল বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তাহার। তবে বিজেপি বাংলা নববর্ষের দিন হিসাবে বাছেনি এই দিনটাকে। রবিবার অম্বেডকর জয়ন্তী মেনেই পদ্ম-শিবির ভোটের ইস্তাহারের দিন বেছেছে। বাঙালির পয়লা বৈশাখে কাকতালীয় ভাবে মিলে গেলেও বাংলার কথা যে আলাদা করে ভাবা হয়েছে তার ছাপ রয়েছে বিজেপি সংকল্প পত্রে। যেটিকে বিজেপি ‘মোদীর গ্যারান্টি’ পত্র হিসাবেই তুলে ধরেছে। কারণ, পদ্মের এ বারের ইস্তাহারের নামই দেওয়া হয়েছে— ‘বিজেপির সঙ্কল্প মোদীর গ্যারান্টি।’

©BANGLE TIMES
  #PM_Modi