Nojoto: Largest Storytelling Platform

‘আলু নিয়ে রাজনীতি করছে মমতার সরকার’! ওড়িশার মন্ত্

‘আলু নিয়ে রাজনীতি করছে মমতার সরকার’! ওড়িশার মন্ত্রীর অভিযোগ শুনে কী জবাব দিল পশ্চিমবঙ্গ

মাসখানেক ধরেই পশ্চিমবঙ্গের বাজারে আলুর জোগান কমেছে। ফলে দামও ঊর্ধ্বমুখী। এ রাজ্যে আলুর ঘাটতি হতে পারে, এমন আশঙ্কা করেই ভিন্‌রাজ্যে আলু সরবরাহ বন্ধের কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর থেকেই রাজ্যের আলু ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ক্ষোভের কারণেই রাজ্যের বাইরে আলু পাঠানো নিয়ে কড়াকড়ি শুরু করে প্রশাসন। রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হয়। এই বিষয়টি নিয়েই এ বার মমতাকে নিশানা করলেন ওড়িশার মন্ত্রী ক্রুশ্নাচন্দ্র পাত্র। পড়শি রাজ্যের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী ক্রুশ্নার বক্তব্য, আলু নিয়ে ‘রাজনীতি’ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্যের কারণেই বাংলার সীমানা পেরিয়ে ওড়িশায় পৌঁছচ্ছে না আলুর গাড়ি। এর ফলে সে রাজ্যে জোগান কমে গিয়ে দাম বাড়ছে আলুর। যদিও ওড়িশার মন্ত্রীর সেই অভিযোগ মানতে নারাজ এ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

©BANGLE TIMES #Potato_Supply_In_Odishya
‘আলু নিয়ে রাজনীতি করছে মমতার সরকার’! ওড়িশার মন্ত্রীর অভিযোগ শুনে কী জবাব দিল পশ্চিমবঙ্গ

মাসখানেক ধরেই পশ্চিমবঙ্গের বাজারে আলুর জোগান কমেছে। ফলে দামও ঊর্ধ্বমুখী। এ রাজ্যে আলুর ঘাটতি হতে পারে, এমন আশঙ্কা করেই ভিন্‌রাজ্যে আলু সরবরাহ বন্ধের কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর থেকেই রাজ্যের আলু ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ক্ষোভের কারণেই রাজ্যের বাইরে আলু পাঠানো নিয়ে কড়াকড়ি শুরু করে প্রশাসন। রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হয়। এই বিষয়টি নিয়েই এ বার মমতাকে নিশানা করলেন ওড়িশার মন্ত্রী ক্রুশ্নাচন্দ্র পাত্র। পড়শি রাজ্যের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী ক্রুশ্নার বক্তব্য, আলু নিয়ে ‘রাজনীতি’ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্যের কারণেই বাংলার সীমানা পেরিয়ে ওড়িশায় পৌঁছচ্ছে না আলুর গাড়ি। এর ফলে সে রাজ্যে জোগান কমে গিয়ে দাম বাড়ছে আলুর। যদিও ওড়িশার মন্ত্রীর সেই অভিযোগ মানতে নারাজ এ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

©BANGLE TIMES #Potato_Supply_In_Odishya
bangletimes2800

BANGLE TIMES

New Creator