Nojoto: Largest Storytelling Platform

রেশনের ৬৯ হাজার কোটির চাল-গম গায়েব! দেশ জুড়ে হওয়া

রেশনের ৬৯ হাজার কোটির চাল-গম গায়েব! দেশ জুড়ে হওয়া সমীক্ষার রিপোর্টে বড় কেলেঙ্কারি ফাঁস

রেশন দোকানে বিলি করা ভর্তুকি যুক্ত বা বিনামূল্যের খাদ্যশস্যের ২৮ শতাংশেরই নেই কোনও হদিস। উপভোক্তাদের বদলে খোলা বাজারে চড়া দামে তা বিক্রি করা হচ্ছে। সমীক্ষক সংস্থার এ হেন রিপোর্ট ঘিরে দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল।

নামমাত্র মূল্যে খাদ্যশস্য আমজনতার ঘরে পৌঁছে দিতে দেশ জুড়ে চালু রয়েছে রেশনিং ব্যবস্থা। কিন্তু সেই ভর্তুকি যুক্ত বা বিনামূল্যের খাদ্যশস্যের সিংহভাগই পৌঁছচ্ছে না দরিদ্র নাগরিকদের রান্নাঘরে। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য, যা সরকারের শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

©BANGLE TIMES #Ration_Scam
রেশনের ৬৯ হাজার কোটির চাল-গম গায়েব! দেশ জুড়ে হওয়া সমীক্ষার রিপোর্টে বড় কেলেঙ্কারি ফাঁস

রেশন দোকানে বিলি করা ভর্তুকি যুক্ত বা বিনামূল্যের খাদ্যশস্যের ২৮ শতাংশেরই নেই কোনও হদিস। উপভোক্তাদের বদলে খোলা বাজারে চড়া দামে তা বিক্রি করা হচ্ছে। সমীক্ষক সংস্থার এ হেন রিপোর্ট ঘিরে দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল।

নামমাত্র মূল্যে খাদ্যশস্য আমজনতার ঘরে পৌঁছে দিতে দেশ জুড়ে চালু রয়েছে রেশনিং ব্যবস্থা। কিন্তু সেই ভর্তুকি যুক্ত বা বিনামূল্যের খাদ্যশস্যের সিংহভাগই পৌঁছচ্ছে না দরিদ্র নাগরিকদের রান্নাঘরে। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য, যা সরকারের শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

©BANGLE TIMES #Ration_Scam
bangletimes2800

BANGLE TIMES

New Creator