Nojoto: Largest Storytelling Platform

স্বস্তির নিঃশ্বাস! ১৩ মাস একটানা রেকর্ড তাপমাত্রার

স্বস্তির নিঃশ্বাস! ১৩ মাস একটানা রেকর্ড তাপমাত্রার দিন শেষ, কী বলছেন বিজ্ঞানীরা?

কয়েক দশক ধরে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রমশ বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা। তাই মাত্র ০.০৪ ডিগ্রি সেলসিয়াস কম গরমে এখনই স্বস্তির নিশ্বাস ফেলতে নারাজ বিজ্ঞানীরা।

২০২৩ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বায়ুমণ্ডল ও সমুদ্রপৃষ্ঠে রেকর্ড তাপমাত্রার সাক্ষী পৃথিবী। কয়েক বছর আগের রেকর্ডের তুলনায় যা গ়ড়ে প্রায় এক চতুর্থাংশ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে আপাতত খুশির খবর এই যে, একটানা রেকর্ড তাপমাত্রার দিন শেষ! কারণ, ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের রিপোর্ট বলছে, ২০২৩ সালের জুলাই মাসের তুলনায় ২০২৪ এর জুলাইতে তাপমাত্রা খানিক কম ছিল। যদিও দু’য়ের ফারাক মাত্র ০.০৪ ডিগ্রি সেলসিয়াস। তবু এটুকুই আশার আলো দেখাচ্ছে পৃথিবীকে।

©BANGLE TIMES
  #Global_Warming