Nojoto: Largest Storytelling Platform

তেল আভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজ়বুল্লা গত

তেল আভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজ়বুল্লা

গত দু’দিন ধরে লেবাননে টানা বোমা ফেলে চলেছে ইজ়রায়েল। নিহতের সংখ্যা ৫৬০ ছাড়িয়েছে। ইজ়রায়েলি বাহিনী বা আইডিএফ গত কাল দাবি করেছে, তারা হিজ়বুল্লার শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসিকে হত্যা করেছে।

গত দু’দিনের হামলার জবাব দিল হিজ়বুল্লা। ইজ়রায়েলের রাজধানী শহর তেল আভিভ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের জঙ্গি গোষ্ঠীটি। ইজ়রায়েলি বাহিনী অবশ্য জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথেই ধ্বংস করেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি, কোনও হতাহতের খবরও নেই। বরং তাদের দাবি, দক্ষিণ লেবাননের যে জায়গা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল, সেই স্থানে পাল্টা হামলা চালিয়েছে তারা।

©BANGLE TIMES #Hezbollah
তেল আভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজ়বুল্লা

গত দু’দিন ধরে লেবাননে টানা বোমা ফেলে চলেছে ইজ়রায়েল। নিহতের সংখ্যা ৫৬০ ছাড়িয়েছে। ইজ়রায়েলি বাহিনী বা আইডিএফ গত কাল দাবি করেছে, তারা হিজ়বুল্লার শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসিকে হত্যা করেছে।

গত দু’দিনের হামলার জবাব দিল হিজ়বুল্লা। ইজ়রায়েলের রাজধানী শহর তেল আভিভ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের জঙ্গি গোষ্ঠীটি। ইজ়রায়েলি বাহিনী অবশ্য জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথেই ধ্বংস করেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি, কোনও হতাহতের খবরও নেই। বরং তাদের দাবি, দক্ষিণ লেবাননের যে জায়গা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল, সেই স্থানে পাল্টা হামলা চালিয়েছে তারা।

©BANGLE TIMES #Hezbollah
bangletimes2800

BANGLE TIMES

New Creator