Nojoto: Largest Storytelling Platform

ইজ়রায়েলে ড্রোন-রকেট হামলা হিজ়বুল্লার, পাল্টা লেব

ইজ়রায়েলে ড্রোন-রকেট হামলা হিজ়বুল্লার, পাল্টা লেবাননে গোলাবর্ষণ! উত্তপ্ত পশ্চিম এশিয়া

হিজ়বুল্লার বিরুদ্ধে হামলার ছক বেশ কয়েক দিন ধরেই কষছিল ইজ়রায়েল। রবিবার ভোর থেকে সেই হামলা শুরু করেছে তারা। ইজ়রায়েল সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার ভোর থেকে লেবাননকে লক্ষ্য করে পূর্বনির্ধারিত হামলা চালানো হচ্ছে।

প্রস্তুতি চলছিলই। এ বার বড়সড় হামলার পথে হাঁটল ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ইজ়রায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে উত্তর ইজ়রায়েলে শতাধিক রকেট ছোড়া হয়েছে বলেও খবর সংবাদ সংস্থা এএফপি সূত্রে। হিজ়বুল্লার হামলার পাল্টা হামলার ছক কষছে ইজ়রায়েলি সেনাও। ইতিমধ্যে সে দেশে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি হয়েছে।

©BANGLE TIMES
  #Iran_Israel_Conflict